Depression: কাজের চাপে তৈরি হয়েছে মানসিক চাপ? ঘিরে ধরছে হতাশা? এই ৭টি উপায়ে ঝেড়ে ফেলুন মানসিক অবসাদকে, ফল পাবেন ম্যাজিকের মতো
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Depression: আমাদের শরীর যেমন খারাপ হয়, তেমনই খারাপ হতে পারে মনও। এটা খুবই স্বাভাবিক বিষয়। শরীর ভাল রাখার জন্য আমরা যেমন স্বাস্থ্যের যত্ন নিই, তেমনই মানসিক স্বাস্থ্য যাতে ভাল থাকে সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু মেডিটেশন করলে হবে না। করতে হবে যোগাসন। যাঁরা জিমে যান নিয়মিত সেই অভ্যাস বজায় রাখুন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস সারাদিন আপনাকে চাঙ্গা রাখবে। মানসিক ক্লান্তি থেকে মুক্তি দেবে।প্রায় রোজই মন খারাপ থাকে। কিছুই ভাল লাগে না। মেজাজ খিটখিটে হয়ে আছে। সবকিছুতেই অনীহা অনুভব করছেন। টানা কয়েকদিন এইসব লক্ষণ দেখা দিলে পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের।
advertisement
advertisement
advertisement