Dengue Mosquito: ডেঙ্গির মশা কামড়ালে কি ফুলে যায়, কীভাবে চিনবেন এই প্রাণঘাতী মশা? জানুন

Last Updated:
Dengue Mosquito: ডেঙ্গির জীবাণুবাহী মশার নাম এডিস এজিপ্টি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মশা 'ডেঙ্গি মশা' নামেও পরিচিত।
1/7
রাজ্যজুড়ে ডেঙ্গির দাপট। প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। প্রশাসন এই মারণরোগ দমানোর চেষ্টায় নেমেছে পুরোদমে। এরই মধ্যে কিছু সাধারণ প্রশ্ন সবার মনেই উঁকি দিচ্ছে। গুগল ঘেঁটে অনেকেই জানতে চাইছেন সেই উত্তর। রইল তেমনই কয়েকটির নমুনা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
রাজ্যজুড়ে ডেঙ্গির দাপট। প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। প্রশাসন এই মারণরোগ দমানোর চেষ্টায় নেমেছে পুরোদমে। এরই মধ্যে কিছু সাধারণ প্রশ্ন সবার মনেই উঁকি দিচ্ছে। গুগল ঘেঁটে অনেকেই জানতে চাইছেন সেই উত্তর। রইল তেমনই কয়েকটির নমুনা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
ডেঙ্গি মশা কামড়ালে কি ফুলে যায়? যদিও ডেঙ্গির জীবাণুবাহী মশার নাম এডিস এজিপ্টি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মশা 'ডেঙ্গি মশা' নামেও পরিচিত।
ডেঙ্গি মশা কামড়ালে কি ফুলে যায়? যদিও ডেঙ্গির জীবাণুবাহী মশার নাম এডিস এজিপ্টি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মশা 'ডেঙ্গি মশা' নামেও পরিচিত।
advertisement
3/7
ডেঙ্গি ভাইরাসবাহী এডিস মশা কামড়ালে, ওই স্থানটি বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা ফুলে যায় এবং চুলকায়। তবে অনেকের ক্ষেত্রে মশা কামড়ানো সত্ত্বেও ফুলে যাওয়া বা চুলকানি কোনটি নাও হতে পারে।
ডেঙ্গি ভাইরাসবাহী এডিস মশা কামড়ালে, ওই স্থানটি বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা ফুলে যায় এবং চুলকায়। তবে অনেকের ক্ষেত্রে মশা কামড়ানো সত্ত্বেও ফুলে যাওয়া বা চুলকানি কোনটি নাও হতে পারে।
advertisement
4/7
ডেঙ্গির মশা কখন কামড়ায়? একসময় বলা হতো ডেঙ্গি মশা শুধুমাত্র দিনের বেলা কামড়ায়। কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে। এখন দিনে রাতে সব বেলাতেই কামড়াতে পারে এডিস এজিপ্টি, বিশেষ করে রাতে যদি ঘর আলোকিত থাকে।
ডেঙ্গির মশা কখন কামড়ায়? একসময় বলা হতো ডেঙ্গি মশা শুধুমাত্র দিনের বেলা কামড়ায়। কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে। এখন দিনে রাতে সব বেলাতেই কামড়াতে পারে এডিস এজিপ্টি, বিশেষ করে রাতে যদি ঘর আলোকিত থাকে।
advertisement
5/7
এই মশা দেখতে কেমন? মশাটি মাঝারি আকারের হয়ে থাকে এবং এর গায়ে-পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। তবে আর্মিগিয়ার নামে একটি মশার পেটেও একই ধরনের ডোরাকাটা দাগ রয়েছে। তবে, এ মশাটি আকারে একটু বড় হয়। অনেকে এই মশাটিকে এডিস এজিপ্টি বলে ভুল করেন।
এই মশা দেখতে কেমন? মশাটি মাঝারি আকারের হয়ে থাকে এবং এর গায়ে-পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। তবে আর্মিগিয়ার নামে একটি মশার পেটেও একই ধরনের ডোরাকাটা দাগ রয়েছে। তবে, এ মশাটি আকারে একটু বড় হয়। অনেকে এই মশাটিকে এডিস এজিপ্টি বলে ভুল করেন।
advertisement
6/7
মশা কামড়ালেই কি ডেঙ্গি হবে? এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গু জ্বর হবে, বিষয়টি তেমন নয় বলে মত বিশেষজ্ঞদের। তবে যে এডিস মশাটি ডেঙ্গি রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গি হতে পারে।
মশা কামড়ালেই কি ডেঙ্গি হবে? এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গু জ্বর হবে, বিষয়টি তেমন নয় বলে মত বিশেষজ্ঞদের। তবে যে এডিস মশাটি ডেঙ্গি রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গি হতে পারে।
advertisement
7/7
এডিস মশা সাধারণত শুকনো ছায়াযুক্ত নিরাপদ স্থানে বিশ্রাম নেয়। এই মশাটি যে কোনও জমে থাকা জলে ডিম পাড়ে। সাধারণত পাত্রের কিনারার দিকে ডিম পেড়ে থাকে। তাই সতর্ক থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এডিস মশা সাধারণত শুকনো ছায়াযুক্ত নিরাপদ স্থানে বিশ্রাম নেয়। এই মশাটি যে কোনও জমে থাকা জলে ডিম পাড়ে। সাধারণত পাত্রের কিনারার দিকে ডিম পেড়ে থাকে। তাই সতর্ক থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement