Darjeeling Nightlife: গ্লেনারিস পাব বন্ধ হলেও চিন্তা নেই! বড়দিনের রাতে দার্জিলিঙে জমজমাট নাইটলাইফের বিকল্প ঠিকানাগুলি জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Nightlife: বড়দিন ও নতুন বছরের আগে দার্জিলিঙের জনপ্রিয় গ্লেনারিস পাব হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা হতাশ। তবে রাতের আড্ডা ও উৎসবের পরিবেশের জন্য একাধিক বিকল্প ঠিকানা এখন প্রস্তুত
বড়দিন ও নতুন বছরের ঠিক আগে দার্জিলিঙে পর্যটকের ভিড় তুঙ্গে। পাহাড়ে ঠান্ডা হাওয়া, গায়ে নেমে আসা কুয়াশা আর উৎসবের আলো—এই সময়টায় শহরের জনপ্রিয় পানশালাগুলোতে জমে ওঠে রাতের আড্ডা। এমন সময়েই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিঙের জনপ্রিয় বারের মধ্যে অন্যতম ‘গ্লেনারিস' পাব। কোনও আগাম নোটিস ছাড়া বন্ধ হওয়ায় স্বভাবতই হতভম্ব পর্যটকরা। বড়দিনের গান, গরম আলো, ককটেল হাতে পাহাড় দেখা—গ্লেনারিসের সেই পরিবেশ এ বছর অনিশ্চিত। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
তবে গ্লেনারিসের পাব বন্ধ হলেও দার্জিলিঙে উৎসবের রাত কাটানোর মতো একাধিক পাব রয়েছে, যেগুলো ইতিমধ্যেই পর্যটকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকার প্রথমেই আছে Joey’s Pub—নিম আলো, কাঠের পুরনো ইংরেজি সাজ আর ছোট্ট ঘরভর্তি উষ্ণ পরিবেশ। কুয়াশায় ভিজে যাওয়া রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকেই ঢুকে পড়েন এই পাবে। বড়দিনের সপ্তাহে সন্ধ্যার পরই এখানে বাড়ে জমায়েত।
advertisement
advertisement
advertisement
advertisement








