Dangerous Fruit: এই ফল মানুষের পেটে গিয়ে মাংস খেতে শুরু করে! না জেনেই খাই! উপকার হচ্ছে নাকি মৃত্যু এগোচ্ছে! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Dangerous Fruit: এই ফল আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি! খুব চেনা এই ফলের এই অবাক করা তথ্য জানলে চমকে উঠবেন! খাওয়া ঠিক হচ্ছে তো? জানুন
advertisement
advertisement
আনারসে উপস্থিত পুষ্টি উপাদান: আনারস ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যার অনেক উপকারিতা রয়েছে। অনেক মানুষ জানেন না যে আনারস দক্ষিণ আমেরিকার স্থানীয় ফল। সেখানে বহু শতাব্দী ধরে এর চাষ করা হয়ে এসেছে। আনারস সম্পর্কে আরেকটি অজানা তথ্য হলো, এটি মানব মাংস খাওয়া ফল হিসেবে পরিচিত।
advertisement
আনারসে সাইট্রিক অ্যাসিডের পাশাপাশি ম্যালিক অ্যাসিডও থাকে। এ কারণেই, এটি খাওয়ার সময় জিভে অসারভাব অনুভূত হয়। আনারসে ব্রোমেলাইন নামক প্রোটিওলাইটিক এনজাইমও থাকে। এটি পুরো গাছের কান্ড, পাতা এবং আনারস ফলের মধ্যে উপস্থিত থাকে। ব্রোমেলাইন একটি বিশেষ ধরনের প্রোটিন। এটি অন্যান্য প্রোটিনকে অ্যাসিডে ভেঙে দেয়। এর মানে হল যে এটি শরীরে প্রোটিনকে খুব দ্রুত ভেঙে দেয়। এ কারণে একে মানব মাংস খাওয়া ফল বলা হয়।
advertisement
আনারস কীভাবে মানুষের মাংস খায়? যদি আপনি প্রতিদিন ১০ থেকে ২০ গ্রাম আনারস খান, তবে এতে থাকা বিশেষ প্রোটিন শরীরে থাকা খারাপ মাংস (অর্থাৎ অপ্রয়োজনীয় টিস্যু) ধ্বংস করতে শুরু করে। দীর্ঘ সময় ধরে প্রতিদিন আনারস খেলে আপনার শরীর থেকে খারাপ মাংস দূর হয়ে যায়। এটি শুধুমাত্র আপনার মেদ কমায় না, পেটের ভুঁড়ি কমাতেও সাহায্য করে। এর ফলে শরীর আরো শক্তিশালী এবং সুগঠিত অনুভব হতে শুরু করে।
advertisement
advertisement
advertisement