Couple Friendly Destination: মাত্র ৪৫ টাকা খরচ করলেই ঘুরে আসা যাবে এই জঙ্গল! নির্জনে জমে উঠবে প্রেম!

Last Updated:
Couple Friendly Destination: অবাক হলেও সত্যি খরচ হবে মাত্র ৪৫ টাকা! কলকাতার কাছেই রয়েছে এই নিউ বকখালি! জানুন
1/6
বকখালি তো শুনেছেন, কিন্তু নিউ বকখালি কি শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে বছরের শেষ দিনগুলিতে ঘুরে আসুন নিউ বকখালি।
বকখালি তো শুনেছেন, কিন্তু নিউ বকখালি কি শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে বছরের শেষ দিনগুলিতে ঘুরে আসুন নিউ বকখালি।
advertisement
2/6
জঙ্গল, নদী ও তটভূমি দিয়ে ঘেরা এই এলাকা এখন প্রেমিক-প্রেমিকাদের স্বর্গরাজ্য। জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধা রয়েছে এখানে।
জঙ্গল, নদী ও তটভূমি দিয়ে ঘেরা এই এলাকা এখন প্রেমিক-প্রেমিকাদের স্বর্গরাজ্য। জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধা রয়েছে এখানে।
advertisement
3/6
কলকাতা থেকে এই যায়গার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। নিকট রেলস্টশন উকিলের হাট। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়।
কলকাতা থেকে এই যায়গার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। নিকট রেলস্টশন উকিলের হাট। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়।
advertisement
4/6
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছাতে খরচ পড়বে ১৫ টাকা। এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছাতে খরচ পরবে ৩০ টাকা।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছাতে খরচ পড়বে ১৫ টাকা। এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছাতে খরচ পরবে ৩০ টাকা।
advertisement
5/6
মনোরম জায়গা, নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কেটে যাবে দিব্যি। তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে।
মনোরম জায়গা, নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কেটে যাবে দিব্যি। তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে।
advertisement
6/6
এই জায়গা পিকনিকের জন্য আদর্শ জায়গা। জঙ্গলের মধ্যে একটা দিন কাটাতে চাইলে ঘুরে আসতেই পারেন নিউ বকখালি।
এই জায়গা পিকনিকের জন্য আদর্শ জায়গা। জঙ্গলের মধ্যে একটা দিন কাটাতে চাইলে ঘুরে আসতেই পারেন নিউ বকখালি।
advertisement
advertisement
advertisement