Corona Lockdown: ঘরবন্দিতে জমিয়ে বিনোদন, এবার ফ্রিতেই দেখুন পর্নহাব
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২৩ এপ্রিল পর্যন্ত যে কেউ সাবস্ক্রাইব করে ফ্রিতে ইচ্ছে মতো ছবি দেখতে পারবেন।
বিশ্বজুড়ে বেড়েই চলেছে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে ৭ লক্ষ একুশ হাজারেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে মৃত প্রায় ৩৪ হাজার। করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেদেশে আক্রান্ত দেড় লক্ষ ছুঁই ছুঁই। মৃত প্রায় আড়াই হাজার। ইতালিতেও প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত। তারমধ্যে প্রায় এগারো হাজার মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে আক্রান্ত আশি হাজার। মৃত প্রায় সাত হাজার মানুষ। বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশই ইউরোপের বাসিন্দা। করোনার মকাবিলায় ভারত-সহ একাধিক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।
কিছু দিন আগেই পর্নহাব এই পরিষেবা চালু করেছিল ইতালির জন্য। ইতালিতেই যাঁরা করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের এই বিশেষ সুবিধাটি দেওয়া হচ্ছিল। ট্যুইটারে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এক মাস ধরে ইতালিতে গৃহবন্দি মানুষের জন্য এই সাবস্ক্রিপশনের ব্যবস্থা করছে পর্ন হাব৷ কারণ, তাঁরা যাতে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতেই থাকেন, এবং মনোরঞ্জনের কোনও অভাব না হয়, তাই এই ব্যবস্থা
ট্যুইটারে করে পর্নহাবের জানায়, “বাড়িতে থেকে করোনাকে আটকাতে সাহায্য করুন। COVID-19 আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আর তাই পর্নহাব সিদ্ধান্ত নিয়েছে, ২৩ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী বিনামূল্যে দেওয়া হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বাড়িতে থাকুন আর আনন্দে থাকুন।” শুধু এটাই নয়, আর্থিকভাবেও ইতালির হাসপাতালগুলির পাশেও দাঁড়িয়েছে পর্নহাব।