Health Tips: এক চুমুকেই 'ভ্যানিশ'! শরীর থেকে ছেঁকে বার করে দেবে সুগার-থাইরয়েড-বিপি! পেটের ময়লাও সাফ, ছোট্ট এই দানার বিরাট কামাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: রান্নাঘরের একটি মশলাতেই রয়েছে বিরাট গুণ। বিপি, সুগার এবং থাইরয়েডের মতো একাধিক রোগের চিকিৎসায় এই মশলাটি একটি ঔষুধের মতো।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে শীতকালে এর জল সামান্য গরম করে তারপর খান। এটি খুবই উপকারী, যা পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণ করে। ধনে বীজে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ। দুই কাপ জল গরম করে এক চামচ ধনে মেশান। এই জলের রং ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পরিবর্তন হতে শুরু করবে। তারপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। প্রতিদিন সকালে খালি পেটে এই জল খান।
advertisement
advertisement