Cooking Oils: এই তেলগুলো রান্নাঘরে থাকলে এখনই দূর করুন! অবহেলায় বাড়বে হার্ট অ্যাটাকের ঝুঁকি...সাবধান...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cooking Oils: রান্নার তেল বাছাই ভুল হলে বাড়তে পারে হৃদরোগ ও কোলেস্টেরলের ঝুঁকি। ডালডা, রাইস ব্র্যান, ক্যানোলা বা রিসাইকেল্ড তেল শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জেনে নিন কোন তেল আপনার জন্য নিরাপদ...
রান্নার তেল নিয়ে সতর্ক হোন আমাদের স্বাস্থ্যের একটা বড় অংশ নির্ভর করে আমরা কী খাচ্ছি তার উপর। তাই ডায়েট এবং রান্না সংক্রান্ত বিষয়ে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে, যেই তেল রান্নায় ব্যবহার করছি তা যদি ঠিক না হয়, তাহলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় আমরা তেলের ব্র্যান্ড বা বিজ্ঞাপন দেখে তেল কিনে ফেলি, কিন্তু তার উপাদান, ফ্যাট কনটেন্ট বা কেমিক্যাল প্রসেসিং নিয়ে ভাবি না। এই অভ্যাস আমাদের হার্ট এবং শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
advertisement
বিপজ্জনক রান্নার তেলগুলি চিহ্নিত করুন আপনার রান্নাঘরে কোন তেল ব্যবহার করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু তেল আছে যা শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকর। এগুলি কেবল খারাপ কোলেস্টেরলই বাড়ায় না, বরং হার্ট ডিজিজ, অ্যালার্জি এবং অন্যান্য গুরুতর রোগের আশঙ্কাও বাড়িয়ে তোলে। সবচেয়ে খারাপ হচ্ছে, একই তেল বারবার ব্যবহার করা। রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডে অনেক সময় একাধিকবার ব্যবহৃত (রিসাইকেল্ড) তেল ব্যবহার করা হয়, যেগুলোতে ট্রান্স ফ্যাট ও ফ্রি র্যাডিক্যালস থেকে যায়, যা সরাসরি শরীরের ক্ষতি করে।
advertisement
ডালডা এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি রোজকার রান্নায় ব্যবহৃত বনস্পতি ঘি বা ডালডা অত্যন্ত ক্ষতিকর। এতে ট্রান্স ফ্যাট থাকে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই তেল শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে রক্তনালী ব্লক করতে পারে। বহু দেশে এই ধরনের তেলের ব্যবহার নিষিদ্ধও করে দেওয়া হয়েছে। তাই এই তেল এখনই ব্যবহার বন্ধ করুন।
advertisement
রাইস ব্র্যান ও বাদাম তেলও নয়! রাইস ব্র্যান তেল অনেকেই ভালো মনে করলেও, বেশি গরম করলে তার গঠন বদলে যায় এবং এটি হানিকারক ফ্রি র্যাডিক্যালস তৈরি করে। এই তেল ডিপ ফ্রাই-এর জন্য ঠিক নয়। অন্যদিকে, ভেজা বাদামের (গ্রাউন্ড নাট) তেল অনেকের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হয় এবং অতিরিক্ত গরম করলে ক্ষতিকর যৌগ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে নানা রোগ ডেকে আনে।
advertisement
advertisement
advertisement
advertisement