Condom: কন্ডোম তো ব্যবহার করেন, কিন্তু কন্ডোমের সাইড এফেক্ট জানেন কি? জানলে রাতের ঘুম উড়ে যাবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Condom: জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এই এক্সটারনাল কন্ডোম মিলনের সময় বিভিন্ন যৌনরোগ থেকে মানুষকে দূরে রাখে।
কন্ডোম তৈরি হয় এক ধরনের রাবার জাতীয় উপাদান দিয়ে। এই উপাদানের নাম ল্যাটেক্স। এছাড়াও বহু কন্ডোম পলিউরেথান বা পলিইসোপ্রিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। অনেক পুরুষেরই আবার ল্যাটেক্সে অ্যালার্জি থাকে। সেই থেকে যৌনাঙ্গ সহ সারা শরীরে র্যাশ দেখা দিতে পারে। এমন সমস্যা থাকলে পলিউরেথান বা পলিইসোপ্রিন জাতীয় কন্ডোম ব্যবহার করা উচিত।
বহু পুরুষই বলে থাকেন, কন্ডোম ব্যবহারের ফলে তাঁদের সংবেদনশীলতা কমে গিয়েছে। ফলে মিলনের সময় সেই উত্তেজনা বা আনন্দ কোনওটাই তারা পান না। আসলে পুরু ধরনের কন্ডোম ব্যবহার করলে এমনটা হতেই পারে। তাই এই সমস্যা সমাধানে এক্সট্রা থিন কন্ডোম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাতেও সমস্যা না কমলে ওরাল কনট্রাসেপটিভ পিলস ব্যবহার করা যায়। তবে ওরাল কনট্রাসেপটিভ পিলস আপনাকে যৌনরোগ থেকে বাঁচাতে পারবে না।