Colon Cancer: ভারতে হুরহুর করে বাড়ছে কোলন ক্যানসার! চিনুুন প্রাথমিক উপসর্গ, সতর্ক না হলেই ভয়ঙ্কর বিপদ সামনে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Colon Cancer: কোলন ক্যানসার এখন আর বিরল নয়। ভুল খাদ্যাভ্যাস ও বসে থাকার জীবনযাপন এই রোগের বড় কারণ। মলের রঙ পরিবর্তন, অস্বাভাবিক পেট ব্যথা বা রক্ত দেখা গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিস্তারিত জানুন...
টেলিভিশন অভিনেতা বিভু রাঘবের অকালমৃত্যু কোলন ক্যানসারের কারণে ভারতজুড়ে এই রোগ নিয়ে নতুন করে চিন্তা তৈরি করেছে। জনপ্রিয় টিভি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বিভু নিজের রোগের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। তাঁর মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—এই রোগের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়ে স্ক্রিনিং করানো কতটা গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
আমেরিকান ক্যানসার সোসাইটি (ACS) অনুযায়ী, প্রায় প্রতি ২৪ জন পুরুষের একজন এবং প্রতি ২৬ জন নারীর একজনের জীবদ্দশায় কোলোরেক্টাল ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে প্রায় ৭০% কেস কোলনেই শুরু হয়। দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটের গবেষকরা মনে করেন, অনিয়মিত খাদ্যাভ্যাস, বসে থাকা জীবনধারা, স্থূলতা, প্রক্রিয়াজাত খাবার খাওয়া, ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত মানসিক চাপ কোলন ক্যানসারের মূল কারণ।
advertisement
advertisement
advertisement
advertisement
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর মতে, ভারতে কোলন ক্যানসারের প্রভাব বাড়ছে, বিশেষত শহরাঞ্চলে। পুরুষদের ক্ষেত্রে এই রোগের হার প্রতি লাখে ৭.২ এবং নারীদের ক্ষেত্রে ৫.১। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে উল্লেখ করেছেন—কম ফাইবারযুক্ত খাদ্য, লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের বেশি ব্যবহার, কম শারীরিক পরিশ্রম ও মানসিক চাপ।
advertisement
advertisement
advertisement
advertisement