Cockroach in Ear Remedy: রাতে ঘুমোনোর সময় কানের ফুটোয় ঢুকেছে আরশোলা! খবরদার খোঁচাখুঁচি করবেন না, তাহলেই...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cockroach in Ear Remedy: ঘুমের সময় কানে আরশোলা ঢুকে যাওয়া আজকাল অনেকের ক্ষেত্রেই ঘটছে। ENT চিকিৎসক জানাচ্ছেন, এমন হলে কানে কিছু ঢোকানো একদম নয়। তাহলে এমন পরিস্থিতিতে কী করবেন? জানুন...
advertisement
advertisement
আরশোলা কীভাবে কানে পৌঁছায়? আরশোলা মূলত রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। তারা অন্ধকার, গরম ও স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। দেওয়ালের ফাঁকফোকর, পাইপলাইন, সিঙ্কের নিচে বা যেকোনো নোংরা জায়গায় এরা বেশি থাকে। যদি কেউ মেঝেতে ঘুমায়, বিশেষ করে এমন জায়গায় যেখানে আরশোলা থাকে, তাহলে তার কান এই পোকাদের জন্য নিরাপদ আশ্রয় মনে হতে পারে।
advertisement
আরশোলা কানে ঢুকে গেলে কী হয়? অনেক ইএনটি ডাক্তার জানিয়েছেন, মানুষ মাঝরাতে কানে তীব্র যন্ত্রণা, গুঞ্জন বা কিছুর নড়াচড়ার অনুভূতি নিয়ে হাসপাতালে আসে। পরীক্ষা করে দেখা যায়, তাদের কানে একটি পোকা ঢুকে গেছে – প্রায়শই সেটা আরশোলা। এতে শুধু যন্ত্রণা নয়, সাময়িকভাবে শুনতেও সমস্যা হতে পারে। যদি পোকাটি জীবিত থাকে, তবে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement