পুরুষদের জন্য 'ম্যাজিক' তেল! লিবিডো থেকে স্পার্ম কাউন্ট... একসঙ্গে ৫ সমস্যার সমাধান! ব্যবহার করুন এইভাবে
- Published by:Tias Banerjee
Last Updated:
Clove Oil Benefits For Men: পুরুষদের জন্য সবচেয়ে কার্যকর তেল... এভাবে ব্যবহার করলেই একসঙ্গে ৫টি সমস্যা থেকে মুক্তি, স্পার্ম কাউন্টও বাড়বে!
বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাত্রা অনেকের শরীরেই প্রভাব ফেলছে। অনেকেই এমন কিছু সমস্যায় ভুগছেন, যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে পুরুষরা নিজেদের স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করেন। পরে সেই ছোট সমস্যা বড় হয়ে জীবনকেই বিপদের মুখে ঠেলে দেয়। তখন নানা উপায় অবলম্বন করেন অনেকে। অনেকেই লবঙ্গ খেয়ে থাকেন, বিশেষ করে শীতকালে। তবে জানেন কি, লবঙ্গ তেল সব ঋতুতেই উপকারি? (Representative Image: AI Generated)
advertisement
advertisement
কেন উপকারী লবঙ্গ তেল? কী বলছেন বিশেষজ্ঞ? নয়ডার ডায়েট ফর ডিলাইট ক্লিনিকের ডায়েটিশিয়ান খুশবু শর্মা জানান, লবঙ্গ তেল যৌন ইচ্ছা বৃদ্ধি করতে পারে। এটি নারী ও পুরুষ উভয়ের শারীরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে। লবঙ্গ এসেনশিয়াল অয়েলের মাধ্যমে বন্ধ্যাত্বের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে ব্যবহার করবেন লবঙ্গ তেল? লবঙ্গ এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে চাইলে আপনি ঘরের মধ্যে স্প্রে করতে পারেন। এর সুগন্ধ শরীরের রক্তসঞ্চালন বাড়ায় এবং মানসিক প্রশান্তি দেয়। অ্যারোমা থেরাপিতেও এটি ব্যবহার হয়, যা মানসিক চাপ কমিয়ে অন্যান্য শারীরিক সমস্যাও কমাতে সাহায্য করে। (Representative Image: AI Generated)