Clothes Drying Tips: বর্ষাকালে খুব সহজেই শুকান জামাকাপড়, রইল চটজলদি টিপস

Last Updated:
বর্ষায় রোদ না উঠলেও কী ভাবে সহজে জামাকাপড় শুকাবেন তার কিছু উপায় জেনে রাখুন ।
1/7
• ভরা শ্রাবণ মাস চলছে এখন । আর বর্ষা মানেই সারাদিন আকাশের মুখ ভার । কখনও টিপটাপ, কখনও অছোড় ধারায় বৃষ্টি তো লেগেই রয়েছে । এর মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হল ভিজে জামাকাপড় শুকানো । তাই বর্ষায় রোদ না উঠলেও কী ভাবে সহজে জামাকাপড় শুকাবেন (Clothes Drying Tips) তার কিছু উপায় জেনে রাখুন ।
• ভরা শ্রাবণ মাস চলছে এখন । আর বর্ষা মানেই সারাদিন আকাশের মুখ ভার । কখনও টিপটাপ, কখনও অছোড় ধারায় বৃষ্টি তো লেগেই রয়েছে । এর মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হল ভিজে জামাকাপড় শুকানো । তাই বর্ষায় রোদ না উঠলেও কী ভাবে সহজে জামাকাপড় শুকাবেন (Clothes Drying Tips) তার কিছু উপায় জেনে রাখুন ।
advertisement
2/7
• প্রথমত, খুব ভাল করে নিংড়ে জামাকাপড় মেলবেন । অনেকেই শুধু জল ঝরিয়ে মেলতে দিয়ে দেন । বর্ষাকালে কিন্তু এই কাজটি করলে হবে না ।
• প্রথমত, খুব ভাল করে নিংড়ে জামাকাপড় মেলবেন । অনেকেই শুধু জল ঝরিয়ে মেলতে দিয়ে দেন । বর্ষাকালে কিন্তু এই কাজটি করলে হবে না ।
advertisement
3/7
• যাঁদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তাঁরা মেশিনে জামাকাপড় কাচার পর সেটি ড্রায়ারে দিয়ে ভাল করে শুকিয়ে নেবেন । আজকাল উন্নত ওয়াশিং মেশিনে রেইনি সিজনের আলাদা অপশনও দেওয়া থাকে ।
• যাঁদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তাঁরা মেশিনে জামাকাপড় কাচার পর সেটি ড্রায়ারে দিয়ে ভাল করে শুকিয়ে নেবেন । আজকাল উন্নত ওয়াশিং মেশিনে রেইনি সিজনের আলাদা অপশনও দেওয়া থাকে ।
advertisement
4/7
• অনেক সময় বর্ষাকালে ঘরেই জামাকাপড় মেলতে হয় । সে ক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা-জানলা খুলে রাখবেন । এতে ঘর স্যাঁতস্যাঁতে হবে না । পারলে ঘরের ফ্যান চালিয়ে দেবেন ।
• অনেক সময় বর্ষাকালে ঘরেই জামাকাপড় মেলতে হয় । সে ক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা-জানলা খুলে রাখবেন । এতে ঘর স্যাঁতস্যাঁতে হবে না । পারলে ঘরের ফ্যান চালিয়ে দেবেন ।
advertisement
5/7
• তাতেও যদি জামাকাপড় না শুকায়, তা হলে যাঁদের বাড়িতে এসি আছে, তাঁরা এসি-তে ড্রাই মোড অন করে ঘরে জামাকাপড় মেলে দেবেন ।
• তাতেও যদি জামাকাপড় না শুকায়, তা হলে যাঁদের বাড়িতে এসি আছে, তাঁরা এসি-তে ড্রাই মোড অন করে ঘরে জামাকাপড় মেলে দেবেন ।
advertisement
6/7
• চেষ্টা করবেন দড়িতে যখন জামাকাপড় মেলবেন, সেটা হ্যাঙ্গারে মেলতে । এতে পোশাকের দু’টো দিকই সমান ভাবে শুকাতে পারবে ।
• চেষ্টা করবেন দড়িতে যখন জামাকাপড় মেলবেন, সেটা হ্যাঙ্গারে মেলতে । এতে পোশাকের দু’টো দিকই সমান ভাবে শুকাতে পারবে ।
advertisement
7/7
• ঘরে জামাকাপড় শুকালে অনেক সময় তা স্যাঁতস্যাঁতে থাকে । এটা এড়াতে পরার আগে জামাটা ভাল করে ইস্ত্রি করে নেবেন ।
• ঘরে জামাকাপড় শুকালে অনেক সময় তা স্যাঁতস্যাঁতে থাকে । এটা এড়াতে পরার আগে জামাটা ভাল করে ইস্ত্রি করে নেবেন ।
advertisement
advertisement
advertisement