Cleaning Tips: স্টিল হোক বা কাঠ, বাড়ির রেলিংয়েই পুরু ধুলোর স্তরে কিলবিল করছে জীবাণু! এই টিপস মেনে করুন পরিষ্কার, নিমেষে হবে ঝকঝকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How to Clean Railings: রেলিংয়ে ময়লা জমে থাকায় দ্রুত ব্যাকটেরিয়া বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সিঁড়ি দিয়ে ওঠার সময় রেলিং স্পর্শ করলেও আপনার হাতেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া আসে। ফলে আপনার স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
কাঠের রেলিং: কাঠের রেলিং পরিষ্কার করতে হার্ড কেমিক্যাল বা স্ক্রাব ব্যবহার করবেন না। এটি কেবল রেলিংয়েরই ক্ষতি করে না, আপনার হাতের ত্বকেরও ক্ষতি করতে পারে। কাঠের রেলিং পরিষ্কার করতে জলে সামান্য লেবুর রস বা ভিনেগার মিশিয়ে নিন। তারপর কাপড়টি ভিজিয়ে ভাল করে নিংড়ে নিয়ে তারপর রেলিংটি ভালভাবে মুছুন। এতে রেলিং পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত হবে
advertisement
advertisement