Utensils Hacks: তেঁতুল-লেবুই নয়, সামান্য দুধ দিয়েই ঝকঝকে হবে কাঁসা-পিতলের বাসন! জানুন সহজ উপায়

Last Updated:
Utensils Hacks: কাঁসা-পিতল এবং তামার বাসন পরিষ্কার করে রীতিমত নাজেহাল অবস্থা! ঘরোয়া সহজ উপায়ে চকচক করবে বাসন।
1/7
*পুজোর সময় কাঁসা-পিতল কিংবা তামার বাসন ব্যবহার করার প্রথা রয়েছে বহু বাড়িতে। সারাবছর বাক্সে তুলে রাখা কাঁসা-পিতল এবং তামার বাসন নামিয়ে পরিষ্কার করে থাকেন বহু গৃহিণীরা। এই বাসন পরিষ্কার করতে রীতিমত নাজেহাল হয়ে যান গৃহিণীরা।
*পুজোর সময় কাঁসা-পিতল কিংবা তামার বাসন ব্যবহার করার প্রথা রয়েছে বহু বাড়িতে। সারাবছর বাক্সে তুলে রাখা কাঁসা-পিতল এবং তামার বাসন নামিয়ে পরিষ্কার করে থাকেন বহু গৃহিণীরা। এই বাসন পরিষ্কার করতে রীতিমত নাজেহাল হয়ে যান গৃহিণীরা।
advertisement
2/7
এক গৃহিণী বাবলি পন্ডিত জানান,
এক গৃহিণী বাবলি পন্ডিত জানান,
advertisement
3/7
বাসন মাজার সময় ফোমের মধ্যে একটু লবণ আর লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তারপর সেটি কাঁসা-পিতল কিংবা তামার বাসনপত্রের ওপর নিয়ে মেজে নিলেই বাসনপত্রের কালচে ভাব দূরে হয়ে যাবে। এরপর জল দিয়ে ধুয়ে নিলেও একেবারে নতুনের মত চকচক করবে।
বাসন মাজার সময় ফোমের মধ্যে একটু লবণ আর লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তারপর সেটি কাঁসা-পিতল কিংবা তামার বাসনপত্রের ওপর নিয়ে মেজে নিলেই বাসনপত্রের কালচে ভাব দূরে হয়ে যাবে। এরপর জল দিয়ে ধুয়ে নিলেও একেবারে নতুনের মত চকচক করবে।
advertisement
4/7
ভিনিগার অথবা লেবু কিংবা নুনের মিশ্রন দিয়েও পরিস্কার করা যায়কাঁসা-পিতল কিংবা তামার বাসন। বাসনের ওপর অল্প করে ভিনিগার নিয়ে তার মধ্যে নুন ছড়িয়ে দিতে হবে। তারপর হালকা ভাবে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করতে হবে।
ভিনিগার অথবা লেবু কিংবা নুনের মিশ্রন দিয়েও পরিস্কার করা যায়কাঁসা-পিতল কিংবা তামার বাসন। বাসনের ওপর অল্প করে ভিনিগার নিয়ে তার মধ্যে নুন ছড়িয়ে দিতে হবে। তারপর হালকা ভাবে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করতে হবে।
advertisement
5/7
হলুদ গুঁড়োর সাথে সর্ষের তেল মিশিয়ে নিয়েও কাঁসা-পিতল কিংবা তামার বাসন পত্র গুলো পরিষ্কার করা সম্ভব। খুব সহজেই এভাবে এই সব বাসন নতুনের মতন চকচকে হয়ে ওঠে। নিজের চোখে দেখেই তফাৎটা বুঝতে পারবেন।
হলুদ গুঁড়োর সাথে সর্ষের তেল মিশিয়ে নিয়েও কাঁসা-পিতল কিংবা তামার বাসন পত্র গুলো পরিষ্কার করা সম্ভব। খুব সহজেই এভাবে এই সব বাসন নতুনের মতন চকচকে হয়ে ওঠে। নিজের চোখে দেখেই তফাৎটা বুঝতে পারবেন।
advertisement
6/7
মোট তিন চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সেই পেস্ট দিয়েই বাসন খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এক্ষেত্রে পেস্ট লাগিয়ে আনুমানিক ২০ মিনিটের মতন অপেক্ষা করতে হবে। তারপর ভেজা কাপড় দিয়ে পেস্ট মুছে ফেলতে হবে।
মোট তিন চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সেই পেস্ট দিয়েই বাসন খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এক্ষেত্রে পেস্ট লাগিয়ে আনুমানিক ২০ মিনিটের মতন অপেক্ষা করতে হবে। তারপর ভেজা কাপড় দিয়ে পেস্ট মুছে ফেলতে হবে।
advertisement
7/7
কাঁচা দুধ এর মধ্যে আধঘন্টা ভিজিয়ে রাখতে হবে কাঁসা-পিতল কিংবা তামার বাসন গুলি। এরপর বাসন মজার লিকুইড কিংবা সাবান দিয়ে হালকা করে একটু ঘষে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে বাসন। এবং নতুন করে চকচকে হয়ে উঠবে বাসন।
কাঁচা দুধ এর মধ্যে আধঘন্টা ভিজিয়ে রাখতে হবে কাঁসা-পিতল কিংবা তামার বাসন গুলি। এরপর বাসন মজার লিকুইড কিংবা সাবান দিয়ে হালকা করে একটু ঘষে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে বাসন। এবং নতুন করে চকচকে হয়ে উঠবে বাসন।
advertisement
advertisement
advertisement