Christmas Holiday Trip: মেঘের কোলে ঘুমিয়ে থাকা শান্ত 'এই' পাহাড়ি গ্রামে সঙ্গীকে নিয়ে হারিয়ে যান, এটাই হোক বড়দিনের ছুটির পারফেক্ট ঠিকানা

Last Updated:
Christmas Holiday Trip: মেঘের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। চারপাশে ঘূর্ণায়মান চা-বাগান, আর দূরে তিস্তা ও মহানন্দা নদীর অপূর্ব দৃশ্য, সব মিলিয়ে চিমেনি এক অনন্য অভিজ্ঞতা দেয়। গ্রামের হোমস্টে থেকে সামান্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় ঐতিহাসিক চিমনির কাছে।
1/5
*কার্শিয়ংঃ কার্শিয়ং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে পাহাড়ি উঁচু পথে পৌঁছে যাওয়া যায় নিস্তব্ধ ও মনোরম গ্রাম চিমেনি বা চিমনি। শতবর্ষ প্রাচীন একটি বিশাল চিমনিকে কেন্দ্র করেই গ্রামের নামকরণ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি সেই ২৪ ফুট উঁচু চিমনি আজও পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।
*কার্শিয়ংঃ কার্শিয়ং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে পাহাড়ি উঁচু পথে পৌঁছে যাওয়া যায় নিস্তব্ধ ও মনোরম গ্রাম চিমেনি বা চিমনি। শতবর্ষ প্রাচীন একটি বিশাল চিমনিকে কেন্দ্র করেই গ্রামের নামকরণ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি সেই ২৪ ফুট উঁচু চিমনি আজও পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।
advertisement
2/5
*মেঘের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। চারপাশে ঘূর্ণায়মান চা-বাগান, আর দূরে তিস্তা ও মহানন্দা নদীর অপূর্ব দৃশ্য—সব মিলিয়ে চিমেনি এক অনন্য অভিজ্ঞতা দেয়। গ্রামের হোমস্টে থেকে সামান্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় ঐতিহাসিক চিমনির কাছে।
*মেঘের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। চারপাশে ঘূর্ণায়মান চা-বাগান, আর দূরে তিস্তা ও মহানন্দা নদীর অপূর্ব দৃশ্য—সব মিলিয়ে চিমেনি এক অনন্য অভিজ্ঞতা দেয়। গ্রামের হোমস্টে থেকে সামান্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় ঐতিহাসিক চিমনির কাছে।
advertisement
3/5
*ট্রেকিংপ্রেমীদের জন্য চিমেনি বিশেষ জনপ্রিয়। এখান থেকে মাত্র ৮ কিলোমিটার ট্রেক করেই পৌঁছনো যায় বাগোড়া। একদিনের ভ্রমণে কাছেই অবস্থিত চাতকপুর, যেখান থেকে হিমালয়ের মনোহর দৃশ্য মন জুড়িয়ে দেয়। পাশাপাশি ডাউহিল ডিয়ার পার্ক, বন জাদুঘর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু জাদুঘরও পর্যটকদের আকর্ষণ করে।
*ট্রেকিংপ্রেমীদের জন্য চিমেনি বিশেষ জনপ্রিয়। এখান থেকে মাত্র ৮ কিলোমিটার ট্রেক করেই পৌঁছনো যায় বাগোড়া। একদিনের ভ্রমণে কাছেই অবস্থিত চাতকপুর, যেখান থেকে হিমালয়ের মনোহর দৃশ্য মন জুড়িয়ে দেয়। পাশাপাশি ডাউহিল ডিয়ার পার্ক, বন জাদুঘর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু জাদুঘরও পর্যটকদের আকর্ষণ করে।
advertisement
4/5
*মেঘের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। চারপাশে ঘূর্ণায়মান চা-বাগান, আর দূরে তিস্তা ও মহানন্দা নদীর অপূর্ব দৃশ্য—সব মিলিয়ে চিমেনি এক অনন্য অভিজ্ঞতা দেয়। গ্রামের হোমস্টে থেকে সামান্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় ঐতিহাসিক চিমনির কাছে।
*মেঘের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। চারপাশে ঘূর্ণায়মান চা-বাগান, আর দূরে তিস্তা ও মহানন্দা নদীর অপূর্ব দৃশ্য—সব মিলিয়ে চিমেনি এক অনন্য অভিজ্ঞতা দেয়। গ্রামের হোমস্টে থেকে সামান্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় ঐতিহাসিক চিমনির কাছে।
advertisement
5/5
*চায়ের দেশ দার্জিলিংয়ে এলে চিমেনি ঘুরে দেখা যেন অবশ্যকর্তব্য। কারণ এখান থেকেই পূর্ব ভারতের বিখ্যাত কয়েকটি চা-বাগান—ক্যাসলটন, মন্টেভিওট, সিঙ্গেল এবং মাকাইবাড়ি টি এস্টেট সহজেই ঘুরে দেখা যায়। শতবর্ষ প্রাচীন ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য মিলিয়ে চিমেনি ধীরে ধীরে হয়ে উঠছে কার্শিয়ংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
*চায়ের দেশ দার্জিলিংয়ে এলে চিমেনি ঘুরে দেখা যেন অবশ্যকর্তব্য। কারণ এখান থেকেই পূর্ব ভারতের বিখ্যাত কয়েকটি চা-বাগান—ক্যাসলটন, মন্টেভিওট, সিঙ্গেল এবং মাকাইবাড়ি টি এস্টেট সহজেই ঘুরে দেখা যায়। শতবর্ষ প্রাচীন ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য মিলিয়ে চিমেনি ধীরে ধীরে হয়ে উঠছে কার্শিয়ংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
advertisement
advertisement
advertisement