পেনিসের সাইজ অনুযায়ী বেছে নিন কন্ডোম, জেনে নিন কীভাবে
- Published by:Proma Mitra
- news18 bangla
Last Updated:
নিরাপদ সেক্সের জন্য় কন্ডোম খুবই জরুরি জিনিস৷ কিন্তু অনেক সময়ই কন্ডোমের ব্য়বহার অস্বস্তিকর হয়ে ওঠে৷ যা হয় সাধারণত কন্ডোম ঠিক মতো ফিট না হওয়ায়৷ তাই নিজের পেনিস অনুযায়ী কন্ডোমের সাইজ বেছে নিতে পারলেই এই সমস্য়া অনায়াসে কাটিয়ে উঠতে পারেন৷ তার জন্য় সম্পূর্ণ ইরেক্ট অবস্থায় টেপের সাহায্য়ে নিজের পেনিস মেপে নিন৷ আর তারপর জেনে নিন কীভাবে বেছে নেবেন কন্ডোম৷