Chilli Gardening Tips: তরতরিয়ে বাড়ছে লঙ্কা গাছ...! অথচ ফলন 'শূন্য'? মাটিতে দিন ৩টি ছোট্ট জিনিস! দেখুন ম্যাজিক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Chilli Gardening Tips: টবে লঙ্কা চাষ করার পর গাছের পাতায় পিঁপড়া বা মাকড়সার উৎপাত দেখা যায়, সে ক্ষেত্রে নিম তেল স্প্রে করতে পারেন।
advertisement
advertisement
advertisement
এই লঙ্কা গাছ লাগানোর জন্য প্রথমে প্রয়োজন মত মাঝারি সাইজের একটি টব বেছে নিতে হবে। প্লাস্টিক বা মাটির টবে গাছ লাগাতে পারেন। তবে টবের নীচে এক্ষেত্রে ছিদ্র রাখতে হবে। বালি দিয়ে এমন ভাবে ঢেকে রাখুন যাতে গাছে জল সম্পূর্ণ গোড়ায় জমে থাকতে না পারে আবার বেরিয়ে যেতেও না পারে। এরপর পর্যাপ্ত সূর্যালোক আছে এমন জায়গায় টব রাখুন।
advertisement
advertisement