Chicken without Oil Recipe: তেলশূন্য লোভনীয় মুরগির গরম ঝোল, খেলেই শরীর ঝরঝরে-মন ফুরফুরে! রইল সহজের চেয়েও সহজ রেসিপি
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Chicken without Oil Recipe: এমনভাবে সুস্বাদু মুরগির মাংস বানিয়ে বাড়িতে খেলে স্বাদ জীবনে ভুলবেন না। গরমের দিনের ডায়েটে আদর্শ। একবার খেলে বার বার মন চাইবে...
শীতের শেষে গরম প্রায় দরজায় নাড়া দিচ্ছে। গত বছর বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এই বছর কেমন তাপমাত্রা থাকবে সেই নিয়ে চিন্তাই সকলে। আর গরম পড়তেই বিশেষজ্ঞরা পরামর্শ দেন বেশি তেল ঝাল মশলা না খাওয়ার জন্য। আর এই প্রায় তেলশূন্য ঝাল মশলা ছাড়া সুস্বাদু মুরগির মাংস বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। এই বিষয়ে জানিয়েছেন গৃহবধূ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
তারপরে সেই মাংসের মধ্যে আদা, রসুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজপেস্ট করে ভাল করে মাখিয়ে নিন। তার মধ্যে দিন প্রয়োজন মতো নুন এবং হলুদ এবং এক চামচ সরষের তেল। এরপরে মাংসটি ভাল করে মাখিয়ে এক ঘণ্টার মতো ঢাকা দিয়ে রাখুন। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, বিট ভাল করে ভেজে নিন। হালকা লালচে ভাব হয়ে গেলে বন্ধ করে দিন।
advertisement
advertisement