Chicken Biriyani: বিরিয়ানি পছন্দ নাকি? ভুল করেও মুখে দেবেন না 'চিকেন বিরিয়ানি'র এই একটা অংশ! বিপদের 'একশেষ'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শহর, দেশের সীমানা পেরিয়ে এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরিায়ানি জনপ্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে।
বিরিয়ানি শুনলেই জিভে জল আসে। মটন হোক বা চিকেন- এক কথায় সবাই খেতে ভালবাসে। আর আমাদের দেশে তো নানা রকমের বিরিয়ানি পাওয়া যায়।
advertisement
শহর, দেশের সীমানা পেরিয়ে এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরিায়ানি জনপ্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে।
advertisement
ফরাসি ভাষায় 'বিরিয়ান' শব্দের অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। বাস্তবেও বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয়। তাই এই নামকরণ।
advertisement
advertisement
মুরগির হাড়, হাড়ের মজ্জা বা সাদা অংশ, মাথা খাওয়া উচিত নয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে এদের নানা ধরনের অন্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে।
advertisement