Side Effects of Chhatim or Saptaparni: ‘শয়তানের গাছ’! জানুন ছাতিমফুলের তীব্র গন্ধ ও রেণু থেকে কী কী শারীরিক সমস্যা হতে পারে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Side Effects of Chhatim or Saptaparni: ছাতিমফুলের গন্ধ তীব্র মাদকতাময়৷ অনেকের কাছেই এই সুবাস অত্যন্ত প্রিয়৷ আবার অনেকেই এই গন্ধ সহ্য করতে পারেন না৷
শরৎকাল এসেছে, সে কথা জানান দেয় ছাতিমফুলের সুবাস৷ শরতের পর হেমন্ত ঋতু জুড়েও গাছে ফুটে থাকে থোকা থোকা সাদা ছাতিমফুল৷
advertisement
ছাতিমফুলের গন্ধ তীব্র মাদকতাময়৷ আবিষ্ট করে দেয় অনুভূতি৷ অনেকের কাছেই এই সুবাস অত্যন্ত প্রিয়৷ আবার অনেকেই এই গন্ধ সহ্য করতে পারেন না৷
advertisement
আয়ুর্বেদশাস্ত্রে ছাতিমের ব্যবহার বহু দিনের প্রাচীন৷ এই গাছের ছাল, বাকল-সহ নানা অংশ ব্যবহৃত হয়ে আসছে ওষধি হিসেবে৷
advertisement
তবে এই গাছের তথা ফুলের তীব্র গন্ধের একাধিক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে৷ সে বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসক লক্ষ্মীদত্ত শুক্ল৷
advertisement
ছাতিমফুলের রেণু থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে৷ এই গাছ থেকে নিঃসৃত রজনজাতীয় সাদা রস থেকেও সংক্রমণ হতে পারে৷
advertisement
advertisement
সাইনাসাইটিস, হাঁপানি, শ্বাসকষ্ট, চোখের সংক্রমণ বা ক্রনিক সর্দিকাশির সমস্যা থাকলেও ছাতিমফুলের গন্ধ থেকে সমস্যা হতে পারে৷
advertisement
advertisement
তবে পরিবেশ রক্ষা তথা বাস্তুতন্ত্রের স্বার্থে ছাতিমগাছের উপকারিতা এড়িয়ে যাওয়া যায় না৷ শরৎ থেকে শুরু করে শীত পর্যম্ত ছাতিমফুল ফোটে৷ তখন এর তীব্র গন্ধে সমস্যা দেখা দিতে পারে৷ বছরের বাকি সময়ে ছাতিমগাছ কোনও সমস্যার কারণ হয় না৷
advertisement