Benefits of Chatim or Saptaparni: তীব্র সুগন্ধের মাদকতায় ভরা ছাতিমগাছেই লুকিয়ে এত রোগের ওষুধ! জানতেন নাকি!

Last Updated:
Benefits of Chatim or Saptaparni: সাতটি পাতার জন্য একে বলা হয় সপ্তপর্ণী৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ছাতিমগাছের নানা অংশ
1/10
দুর্গাপুজোর গন্ধে মিশে থাকে বহু সুবাস৷ সেরকমই একটি গন্ধ ছাতিমফুলের৷ তীব্র মাদকতাময় এই গন্ধও শরতের আগমনী৷
দুর্গাপুজোর গন্ধে মিশে থাকে বহু সুবাস৷ সেরকমই একটি গন্ধ ছাতিমফুলের৷ তীব্র মাদকতাময় এই গন্ধও শরতের আগমনী৷
advertisement
2/10
শিউলির পাশাপাশি ছাতিমফুলও শরতের বার্তা বয়ে আনে৷ সাতটি সূচালো পাতার মাঝে গুচ্ছে গুচ্ছে ফুটে থাকে সাদা ছাতিম ফুল৷
শিউলির পাশাপাশি ছাতিমফুলও শরতের বার্তা বয়ে আনে৷ সাতটি সূচালো পাতার মাঝে গুচ্ছে গুচ্ছে ফুটে থাকে সাদা ছাতিম ফুল৷
advertisement
3/10
এই সাতটি পাতার জন্য একে বলা হয় সপ্তপর্ণী৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ছাতিমগাছের নানা অংশ৷ সংবাদমাধ্যমে বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্ল।
এই সাতটি পাতার জন্য একে বলা হয় সপ্তপর্ণী৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ছাতিমগাছের নানা অংশ৷ সংবাদমাধ্যমে বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্ল।
advertisement
4/10
ক্ষতস্থান প্রশমনের জন্য অত্যন্ত উপকারী ছাতিমগাছের পাতা৷ এর মিথানল নির্যাস দ্রুত সারিয়ে তোলে ক্ষতর প্রদাহ৷
ক্ষতস্থান প্রশমনের জন্য অত্যন্ত উপকারী ছাতিমগাছের পাতা৷ এর মিথানল নির্যাস দ্রুত সারিয়ে তোলে ক্ষতর প্রদাহ৷
advertisement
5/10
অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর সপ্তপর্ণী বা ছাতিম। ফুসফুস ও ত্বকের নানা সংক্রমণ, পেটের সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় ছাতিমগাছের ছালের অংশ।
অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর সপ্তপর্ণী বা ছাতিম। ফুসফুস ও ত্বকের নানা সংক্রমণ, পেটের সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় ছাতিমগাছের ছালের অংশ।
advertisement
6/10
বিভিন্ন গবেষণায় প্রমাণ যে ছাতিমগাছের ছাল অ্যান্টিম্যালারিয়াল ড্রাগ কুইনাইনের বিকল্প হয়ে উঠতে পারে।
বিভিন্ন গবেষণায় প্রমাণ যে ছাতিমগাছের ছাল অ্যান্টিম্যালারিয়াল ড্রাগ কুইনাইনের বিকল্প হয়ে উঠতে পারে।
advertisement
7/10
ডায়রিয়া-সহ অন্যান্য পেটের রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সপ্তপর্ণী গাছের ছাল। রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতেও ছাতিমের ছাল অতুলনীয়।
ডায়রিয়া-সহ অন্যান্য পেটের রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সপ্তপর্ণী গাছের ছাল। রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতেও ছাতিমের ছাল অতুলনীয়।
advertisement
8/10
সপ্তপর্ণীর ইথানলিক নির্যাস লিভারের স্বাস্থ্যরক্ষায় উল্লেখযোগ্য। তবে ছাতিমগাছের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
সপ্তপর্ণীর ইথানলিক নির্যাস লিভারের স্বাস্থ্যরক্ষায় উল্লেখযোগ্য। তবে ছাতিমগাছের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
advertisement
9/10
ছাতিমফুলের রেণু থেকে অ্যালার্জি সংক্রমণ হতে পারে। অনেক সময় ছাতিম থেকে সমস্যা হতে পারে অন্তঃসত্ত্বাদেরও।
ছাতিমফুলের রেণু থেকে অ্যালার্জি সংক্রমণ হতে পারে। অনেক সময় ছাতিম থেকে সমস্যা হতে পারে অন্তঃসত্ত্বাদেরও।
advertisement
10/10
ছাতিমগাছের বিভিন্ন অংশের ওষধিগুণ অ্যালোপ্যাথি চিকি‍‍‍ৎসায় প্রমাণিত নয়৷ আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ দিন৷ তাই ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷ ( সব ছবি নেটমাধ্যম থেকে)
ছাতিমগাছের বিভিন্ন অংশের ওষধিগুণ অ্যালোপ্যাথি চিকি‍‍‍ৎসায় প্রমাণিত নয়৷ আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ দিন৷ তাই ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷ ( সব ছবি নেটমাধ্যম থেকে)
advertisement
advertisement
advertisement