Chandramallika Flower Gardening Tips: ১ মুঠি ছড়িয়ে দিন গাছের গোড়ায়! চন্দ্রমল্লিকা ফুলের ভারে নুয়ে পড়বে টবের গাছ! জানুন মহামন্ত্র

Last Updated:
Chandramallika Flower Gardening Tips: অনেকের বাগানেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুল ধরেনি। শুধু কুঁড়ি হয়েছে। আবার অনেকের গাছে কুঁড়িও আসেনি। কী করবেন, জেনে নিন সহজ টিপস
1/7
শীতকালে বাগানের শোভা বাড়াতে চন্দ্রমল্লিকা ফুলের জবাব নেই। হলুদ, বেগুনি, সাদা, লাল, কমলা-সহ নানা রঙের ফুলে ভরে থাকে গাছ। অনেকের বাগানেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুল ধরেনি। শুধু কুঁড়ি হয়েছে। আবার অনেকের গাছে কুঁড়িও আসেনি। কী করবেন, জেনে নিন সহজ টিপস।
শীতকালে বাগানের শোভা বাড়াতে চন্দ্রমল্লিকা ফুলের জবাব নেই। হলুদ, বেগুনি, সাদা, লাল, কমলা-সহ নানা রঙের ফুলে ভরে থাকে গাছ। অনেকের বাগানেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুল ধরেনি। শুধু কুঁড়ি হয়েছে। আবার অনেকের গাছে কুঁড়িও আসেনি। কী করবেন, জেনে নিন সহজ টিপস।
advertisement
2/7
বেশি ঝাঁকড়া হয়ে গেলে গাছের অগ্রভাগ ছেঁটে দিন বা প্রুনিং করে দিন৷ তাহলে গাছটি ঝাঁকড়া হয়ে বাড়বে৷ প্রুনিং-এর পর গাছের চারপাশে যে ডালপালা বার হবে, সেগুলিও ছেঁটে দিন৷
বেশি ঝাঁকড়া হয়ে গেলে গাছের অগ্রভাগ ছেঁটে দিন বা প্রুনিং করে দিন৷ তাহলে গাছটি ঝাঁকড়া হয়ে বাড়বে৷ প্রুনিং-এর পর গাছের চারপাশে যে ডালপালা বার হবে, সেগুলিও ছেঁটে দিন৷
advertisement
3/7
গাছের যত্নের জন্য সারও দিতে হবে৷ দু’ সপ্তাহ আগে ভিজিয়ে রাখা সর্ষের খোল সার হিসেবে দিন চন্দ্রমল্লিকা গাছের গোড়ায়৷
গাছের যত্নের জন্য সারও দিতে হবে৷ দু’ সপ্তাহ আগে ভিজিয়ে রাখা সর্ষের খোল সার হিসেবে দিন চন্দ্রমল্লিকা গাছের গোড়ায়৷
advertisement
4/7
একদম ছোট অবস্থায় চারাগাছে বেশি সার দেবে না৷ গ্রো-ব্যাগে শুধু মাটি দিয়েই রাখুন৷ গাছ একটু বড় হতে সার ও কীটনাশক দিন৷ দুটোই জৈব হওয়া প্রয়োজন৷
একদম ছোট অবস্থায় চারাগাছে বেশি সার দেবে না৷ গ্রো-ব্যাগে শুধু মাটি দিয়েই রাখুন৷ গাছ একটু বড় হতে সার ও কীটনাশক দিন৷ দুটোই জৈব হওয়া প্রয়োজন৷
advertisement
5/7
গ্রোব্যাগে দেড় মাস রাখার পর ৮ ইঞ্চির টবে বসান চন্দ্রমল্লিকা গাছ৷ এই গাছে বৃষ্টির জল বেশি লাগতে দেবেন না৷ পচা পাতা, কুঁকড়ে যাওয়া পাতা কেটে ফেলে দিন৷
গ্রোব্যাগে দেড় মাস রাখার পর ৮ ইঞ্চির টবে বসান চন্দ্রমল্লিকা গাছ৷ এই গাছে বৃষ্টির জল বেশি লাগতে দেবেন না৷ পচা পাতা, কুঁকড়ে যাওয়া পাতা কেটে ফেলে দিন৷
advertisement
6/7
যাঁদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি ফুটে গিয়েছে, তাঁরা সার দেওয়া বন্ধ করুন৷ সে সময় শুধু জল দিন৷ তাও পরিমিত পরিমাণে৷ সার বেশি দিলে ফুলের স্থায়িত্ব বেশি হয় না৷
যাঁদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি ফুটে গিয়েছে, তাঁরা সার দেওয়া বন্ধ করুন৷ সে সময় শুধু জল দিন৷ তাও পরিমিত পরিমাণে৷ সার বেশি দিলে ফুলের স্থায়িত্ব বেশি হয় না৷
advertisement
7/7
গাছের মাথায় শেড করে দিন৷ যাতে বৃষ্টির জল বা শিশির পড়তে না পারে৷ শুকিয়ে যাওয়া ফুল ফেলে দিন৷ চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এলে কীটনাশক দিন৷ শিশির থেকে রক্ষা করতে শেডের নীচে রাখুন৷
গাছের মাথায় শেড করে দিন৷ যাতে বৃষ্টির জল বা শিশির পড়তে না পারে৷ শুকিয়ে যাওয়া ফুল ফেলে দিন৷ চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এলে কীটনাশক দিন৷ শিশির থেকে রক্ষা করতে শেডের নীচে রাখুন৷
advertisement
advertisement
advertisement