Celling Fan Speed Control Tips: ১০ গুণ বেশি জোরে ঘুরবে পাখা...! ফ্যানের স্পিড বাড়াতে করুন ছোট্ট 'এই' ৪ কাজ, ডাকতে হবে না ইলেকট্রিশিয়ান, বাঁচবে মোটা টাকা!

Last Updated:
Celling Fan Speed Control Tips: গরম থেকে বাঁচতে এবং ঠান্ডা হাওয়ার জন্য বারবার ইলেকট্রিশিয়ানকে টাকা না দিয়ে বাড়িতে নিজেই আপনি পাখা ঠিক করে নিতে পারবেন৷ এই কাজটিও খুবই সহজ৷ এটি করলে ফ্যানের স্পিডও ১০ গুণ নিমেষে বেড়ে যাবে৷
1/6
বর্ষাকালেও যেন ভ্যাপসা গরম কাটছে না৷ পাখা ছাড়া একমুহূর্ত থাকা যাচ্ছে না কোনওমতেই৷ তীব্র গরমে ঘরের ফ্যানও ঠিকমতো কাজ করছে না। একটানা পাখা চালানোর ফলে হাওয়াও যেন ঠিকমতো গায়ে লাগছে না৷
বর্ষাকালেও যেন ভ্যাপসা গরম কাটছে না৷ পাখা ছাড়া একমুহূর্ত থাকা যাচ্ছে না কোনওমতেই৷ তীব্র গরমে ঘরের ফ্যানও ঠিকমতো কাজ করছে না। একটানা পাখা চালানোর ফলে হাওয়াও যেন ঠিকমতো গায়ে লাগছে না৷
advertisement
2/6
গরম থেকে বাঁচতে এবং ঠান্ডা হাওয়ার জন্য বারবার ইলেকট্রিশিয়ানকে টাকা না দিয়ে বাড়িতে নিজেই আপনি পাখা ঠিক করে নিতে পারবেন৷ এই কাজটিও খুবই সহজ৷ এটি করলে ফ্যানের স্পিডও ১০ গুণ নিমেষে বেড়ে যাবে৷
গরম থেকে বাঁচতে এবং ঠান্ডা হাওয়ার জন্য বারবার ইলেকট্রিশিয়ানকে টাকা না দিয়ে বাড়িতে নিজেই আপনি পাখা ঠিক করে নিতে পারবেন৷ এই কাজটিও খুবই সহজ৷ এটি করলে ফ্যানের স্পিডও ১০ গুণ নিমেষে বেড়ে যাবে৷
advertisement
3/6
বাড়িতে থেকে কীভাবে পাখা মেরামত করবেন এবং ফ্যানের গতি বাড়ানোর জন্য ঠিক কী কী করতে হবে, তা সবার আগে জানতে হবে৷ তাহলে বাঁচবে মোটা টাকা, পাশাপাশি সময়ও৷
বাড়িতে থেকে কীভাবে পাখা মেরামত করবেন এবং ফ্যানের গতি বাড়ানোর জন্য ঠিক কী কী করতে হবে, তা সবার আগে জানতে হবে৷ তাহলে বাঁচবে মোটা টাকা, পাশাপাশি সময়ও৷
advertisement
4/6
যদি ফ্যানের গতি ধীর হয়, তবে সাবধানে ফ্যানের বিয়ারিংগুলিতে কিছু মেশিনে তেল ঢেলে দিন। এটি বিয়ারিংগুলির তৈলাক্তকরণ বজায় রাখবে, ফ্যানটিকে দ্রুত ঘুরতে সাহায্য করবে।
যদি ফ্যানের গতি ধীর হয়, তবে সাবধানে ফ্যানের বিয়ারিংগুলিতে কিছু মেশিনে তেল ঢেলে দিন। এটি বিয়ারিংগুলির তৈলাক্তকরণ বজায় রাখবে, ফ্যানটিকে দ্রুত ঘুরতে সাহায্য করবে।
advertisement
5/6
 ফ্যানের ব্লেডে ধুলো-ময়লা জমে থাকে। এ কারণে হাওয়ার গতি অনেকটাই কমে যায়। বালিশের কভারের সাহায্যে নিয়মিত ব্লেড পরিষ্কার করলে সেগুলো পরিষ্কার থাকবে এবং হাওয়াও ভাল পাওয়া যাবে।
ফ্যানের ব্লেডে ধুলো-ময়লা জমে থাকে। এ কারণে হাওয়ার গতি অনেকটাই কমে যায়। বালিশের কভারের সাহায্যে নিয়মিত ব্লেড পরিষ্কার করলে সেগুলো পরিষ্কার থাকবে এবং হাওয়াও ভাল পাওয়া যাবে।
advertisement
6/6
যদি ফ্যানের ব্লেডটি কাত হয়ে থাকে বা ভুলভাবে ইনস্টল করা থাকে তবে এটি হাওয়া দেবে না ভালমতো। অতএব, ব্লেডগুলি যাতে বাঁকা না হয় তা দেখে নিন। এমনটা হলে ফ্যানের হাওয়ার দিক ও গতি প্রভাবিত হতে পারে। ব্লেডগুলি সোজাভাবে রাখুন।
যদি ফ্যানের ব্লেডটি কাত হয়ে থাকে বা ভুলভাবে ইনস্টল করা থাকে তবে এটি হাওয়া দেবে না ভালমতো। অতএব, ব্লেডগুলি যাতে বাঁকা না হয় তা দেখে নিন। এমনটা হলে ফ্যানের হাওয়ার দিক ও গতি প্রভাবিত হতে পারে। ব্লেডগুলি সোজাভাবে রাখুন।
advertisement
advertisement
advertisement