রান্নাঘরেই আছে! এক চিমটি এই 'মশলা' মুখে দিলেই পালাবে সর্দি-জ্বর! পেটও সাফ হবে!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Celery Seed: বাড়তে থাকা ঠান্ডার সঙ্গে সঙ্গে সর্দি, ফ্লু এবং ভাইরাল-সহ অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত রোগ ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে তীব্র ঠান্ডার কারণে সৃষ্ট সমস্যাগুলি এড়ানোর জন্য এই মশলা খাওয়া একটি নিশ্চিত সমাধান। এটি প্রতিটি বাড়ির রান্নাঘরেই থাকে।
advertisement
সেলেরি এক ধরণের বীজ। বাঙালি রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়। ঝাঁনাবাদের হোমিওপ্যাথিক চিকিৎসক আমির আনওয়ার বলছেন, শীতকালে ঠান্ডার সঙ্গে মরশুমি রোগের প্রকোপও বাড়ে। এ থেকে বাঁচতে অনেকেই ঘরোয়া টোটকার শরণাপন্ন হন। তবে কাজ খুব একটা হয় না। কিন্তু যদি কেউ শীতের মরশুমে নিয়মিত সেলেরি খান, তাহলে অনেক উপকার পাবেন।
advertisement
advertisement
advertisement
রাঁধুনি বীজে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাসিয়াম থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা থাইমোল নামক এনজাইম শরীরে ক্যালসিয়ামের বৃদ্ধি ঘটায়। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্যও খুব উপকারী। তাছাড়া এতে অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিপ্যারাসিটিক গুণ রয়েছে।
advertisement
advertisement
advertisement