Cashew Health Benefits: প্রতিদিন কাজু খেলে কমবে ট্রাইগ্লিসারাইড, হার্ট থাকবে ফিট! জানাল নতুন গবেষণা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Cashew Health Benefits: সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, প্রতিদিন ৫ থেকে ১০টি নুনবিহীন কাজু বাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমে, আর ‘ভাল কোলেস্টেরল’ বা এইচডিএল বজায় থাকে সঠিক মাত্রায়।
হার্টের যত্নে প্রতিদিনের খাবারে সামান্য কাজু যোগ করলেই মিলতে পারে বড় উপকার—এমনই জানালেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, প্রতিদিন ৫ থেকে ১০টি নুনবিহীন কাজু বাদাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমে, আর ‘ভাল কোলেস্টেরল’ বা এইচডিএল বজায় থাকে সঠিক মাত্রায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শেষে বিশেষজ্ঞদের সতর্কবার্তা—কাজু খাওয়ার অভ্যাস হৃদ্যন্ত্রের যত্নে সাহায্য করতে পারে ঠিকই, তবে এটি কোনও “জাদুর দাওয়াই” নয়। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রামই হার্টকে রাখবে সুস্থ। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
