Beetroot vs Carrot in Cholesterol & Blood Sugar: বিট না গাজর? কোনটা নিংড়ে বার করে কোলেস্টেরল, ব্লাড সুগারকে? সুস্থ রাখে হার্ট? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Beetroot vs Carrot in Cholesterol & Blood Sugar: গাজর এবং বিটরুট-দুই সবজিই পুষ্টিগুণে ভরপুর৷ ফলে ভিটামিন এ-এর অভাব হয় না শরীরে৷ উজ্জ্বল দৃষ্টিশক্তি এবং ত্বকের জেল্লা ধরে রাখে ভিটামিন এ৷ অন্যদিকে বিটের ফোলেট, ম্যাঙ্গানিজ, নাইট্রেটের গুণে ভাল থাকে হার্ট৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কাঁচা গাজরের গ্লাইসেমিক ইনডেক্স মাত্র ১৬৷ সিদ্ধ করা গাজরের ক্ষেত্রে এই সূচক ৩২ থেকে ৪৯৷ বিটের গ্লাইসেমিক ইনডেক্স ৬১৷ কোনওটাই খুব বেশি মাত্রার নয়৷ অর্থাৎ হাই গ্লাইসেমিক খাবারের মধ্যে বিট গাজর পড়ে না৷ তাই ব্লাড সুগার রোগীরা খেতে পারেন নিশ্চিন্তে৷ তবে খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং পরিমিত পরিমাণে৷