ড. সুভেন কালরা, কানের-নাক-গলা বিশেষজ্ঞ, এ বিষয়ে বিশদ জানিয়েছেন। কীভাবে শিশুরা তাদের মায়ের দুধ থেকে ইমিউনোগ্লোবিউলিন শোষণ করে এবং প্রস্তুত অ্যান্টিবডি গ্রহণ করে তা ব্যাখ্যা করেছেন। এই প্রক্রিয়াটি পিনোসাইটোসিস বা সেল ড্রিংকিং নামে পরিচিত। কখনও কখনও শৈশবকালে কিছু অ্যালার্জি-সৃষ্টিকারী প্রোটিন হজম হওয়ার আগে শিশুর অন্ত্রে শোষিত হয়।