Calcium Rich Foods: হাড় শক্ত করতে ক্যালসিয়াম ট্যাবলেট নয়, এই ৯ সস্তার খাবারে দুধের থেকে ৮ গুণ বেশি ক্যালসিয়াম, হাড় বানাবে স্টিলের মতো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একটা বয়সের পর মহিলাদের শরীরে স্বাভাবিক ভাবেই ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এইসময়ে হাড় ভঙ্গুর হতে থাকে যার মূল কারণ-ই হল ক্যালসিয়ামের ঘাটতি। কাজেই চিকিৎসকরা বলেন, অল্প বয়স থেকেই ক্যালসিইয়াম নিয়ে সতর্ক হন। হাড়ের কাঠামোকে ঠিক রাখা, পেশি সচল রাখা, স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে ক্যালশিয়ামের ভূমিকা অপরিসীম
রোজের খাবারে নির্দিষ্ট মাত্রায় ক্যালসিয়াম রাখা ভীষণ জরুরি। যাঁরা দুধ কিংবা দুগ্ধজাত খাবার খেতে পারেন না, অনেক ক্ষেত্রেই তাঁদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ধরা পড়ে। তখন অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুঠো মুঠো ক্যালসিয়ামের ট্যাবলেট খান। এতে হিতে বিপরীত হয়! পেটব্যথা, বমিভাব, অবসাদ, এমনকি অত্যধিক ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ফলে হার্টের অসুখের ঝুঁকিও বাড়ে।
advertisement
একটা বয়সের পর মহিলাদের শরীরে স্বাভাবিক ভাবেই ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। এইসময়ে হাড় ভঙ্গুর হতে থাকে যার মূল কারণ-ই হল ক্যালসিয়ামের ঘাটতি। কাজেই চিকিৎসকরা বলেন, অল্প বয়স থেকেই ক্যালসিইয়াম নিয়ে সতর্ক হন। হাড়ের কাঠামোকে ঠিক রাখা, পেশি সচল রাখা, স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে ক্যালশিয়ামের ভূমিকা অপরিসীম।
advertisement
ক্যালসিয়ামের উৎস বলতে প্রথমেই আমাদের মাথায় আসে গরুর দুধের কথা। ইউএস ডিপার্টমেন্ট অফ এগরিকালচার (USDA)-এর তথ্য অনুযায়ী, ১ কাপ গরুর দুধে ৩১৪ মিলিগ্রাম ক্যালশিয়াম থাকে, যা আপনার প্রতিদিনের ক্যালসিয়াম গ্রহণের ২৪ শতাংশ। কিন্তু সবাই গরুর দুধ খেতে পারেন না। অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্সের রোগী, গরুর দুধে অ্যালার্জি হয়। তবে এটা ভাববেন না, গরুর দুধ না খেলে আপনি ক্যালসিয়াম পাবেন না। এমন ৯টি সস্তা-সাধারণ খাবার রয়েছে যাতে দুধের থেকে ৮ গুণ বেশি ক্যালসিয়াম--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement