Button: বলুন তো কীভাবে শুরু হল পোশাকে বোতামের ব্যবহার? উত্তর জানলে চমকে যাবেন

Last Updated:
1/5
পোশাকের অপরিহার্য অঙ্গ হল বোতাম! জামা কিংবা প্যান্টে বোতাম নেই, কেউ ভাবতেই পারে না! কিন্তু কীভাবে শুরু হল বোতামের ব্যবহার? জানলে চমকে যাবেন
পোশাকের অপরিহার্য অঙ্গ হল বোতাম! জামা কিংবা প্যান্টে বোতাম নেই, কেউ ভাবতেই পারে না! কিন্তু কীভাবে শুরু হল বোতামের ব্যবহার? জানলে চমকে যাবেন
advertisement
2/5
পোশাকের আপাত অবহেলিত অথচ সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু হল বোতাম। এই বোতাম সিন্ধু সভ্যতার দান। মহেঞ্জোদারো-হরাপ্পার বাসিন্দারা প্রথম চেনায় বোতাম। তার আগে বোতামের ব্যবহার মানুষের জানা ছিল না।
পোশাকের আপাত অবহেলিত অথচ সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু হল বোতাম। এই বোতাম সিন্ধু সভ্যতার দান। মহেঞ্জোদারো-হরাপ্পার বাসিন্দারা প্রথম চেনায় বোতাম। তার আগে বোতামের ব্যবহার মানুষের জানা ছিল না।
advertisement
3/5
সিন্ধু সভ্যতায় বোতামের ব্যবহার শুরু হয়। সেই বোতাম তৈরি হত সমুদ্রের শামুক, ঝিনুকের খোল থেকে।
সিন্ধু সভ্যতায় বোতামের ব্যবহার শুরু হয়। সেই বোতাম তৈরি হত সমুদ্রের শামুক, ঝিনুকের খোল থেকে।
advertisement
4/5
সেই সময় শামুক, ঝিনুকের খোলে ফুটো করে তাতে ঘর করে তৈরি হত বোতাম। এখন অবশ্য প্লাস্টিক, কাঁচ মায় কাঠ দিয়েও বোতাম তৈরি হয়।
সেই সময় শামুক, ঝিনুকের খোলে ফুটো করে তাতে ঘর করে তৈরি হত বোতাম। এখন অবশ্য প্লাস্টিক, কাঁচ মায় কাঠ দিয়েও বোতাম তৈরি হয়।
advertisement
5/5
আবিষ্কারের হাজার হাজার বছর পরেও গুরুত্বের দিক থেকে অপরিসীমই রয়ে গিয়েছে সিন্ধু সভ্যতার এই দান।
আবিষ্কারের হাজার হাজার বছর পরেও গুরুত্বের দিক থেকে অপরিসীমই রয়ে গিয়েছে সিন্ধু সভ্যতার এই দান।
advertisement
advertisement
advertisement