Darjeeling Trip: কনকনে ঠান্ডায় হানিমুন! ভিড় থেকে দার্জিলিংয়ের অফবিট গ্রামে! পাহাড়ের কোলে জমে উঠুক রোম্যান্স
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Trip: কী করে কম খরচে দার্জিলিং ভ্রমণ করা যায়? বিস্তারিত জেনে নিন।
দার্জিলিং: ভ্রমণপিপাসু সকলের প্রাণকেন্দ্র পাহাড়ের রানি দার্জিলিং। শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছর জুড়েই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে শৈলশহর দার্জিলিং। তবে অনেকের অনেক প্রশ্ন থাকে কী করে কম খরচে দার্জিলিং শহর ভ্রমণ করা যায়? বর্তমানে অনেকেই আবার বিভিন্ন অফ বিট জায়গা ঘুরতে বেশি ভালবাসেন। সেই অর্থে কখনও একজন বা দু'জন থাকলে গাড়ি রিজার্ভ করলে টাকার অঙ্কটা অনেকটাই বেড়ে যায়।
advertisement
advertisement
এখানে নেমেই দেখতে পাবেন হাতের দু'পাশ জুড়ে রয়েছে সারি সারি ট্যাক্সি। এখানে শুধু দার্জিলিং নয়, পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পং সমস্ত জায়গার শেয়ার গাড়ি। দার্জিলিংয়ের জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন গুলির মধ্যে বিশেষ করে তাকদা, তিনচুলে, মানেভঞ্জন, সুখিয়াপোখরী , রিম্বিক, ডালি-সহ আরও বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি মিলে যাবে এই চকবাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে।
advertisement
দার্জিলিং থেকে শিলিগুড়ির ভাড়া আড়াইশো টাকা এবং বাকি বিভিন্ন জায়গায় গন্তব্য অনুযায়ী সরকারি নির্ধারিত ভাড়া বরাদ্দ রয়েছে। শুধু শেয়ার ট্যাক্সই নয় আপনি চাইলে এখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে রিজার্ভ গাড়ি ও পেয়ে যাবেন। সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি ট্যুর চাইলেl ভ্রমণের সব থেকে বড় একটি অংশ গন্তব্যে পৌঁছানো হতে পারে অনেকটাই সহজ। এই প্রসঙ্গে দার্জিলিং চকবাজারের এক ট্যাক্সি চালক সুনীল গুরুং বলেন দার্জিলিং এর প্রধান জংশন হল এই চকবাজার এখান থেকে শুধু দার্জিলিং নয় পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পংয়ের গাড়িও।
advertisement
advertisement
আপনিও যদি শীতের ছুটিতে বাজেট কম খরচে দার্জিলিং বেড়াতে চান, তা হলে অবশ্যই এই শেয়ার গাড়ি হতে পারে আপনার বেস্ট অপশন। ঘুরতে যাওয়ার কথা আসলে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এই ট্রান্সপোর্টেশন সেই অর্থে আর চিন্তা নেই দার্জিলিং এর এই চকবাজারে আসলেই মিলে যাবে সমস্ত জায়গার শেয়ার গাড়ি তাও আবার একদম সুলভ মূল্যে।