Breast feeding tips : নবজাতককে ব্রেস্টফিডিংয়ের জন্য কি স্তনের বিশেষ পরিচর্যা দরকার, জানুন চিকিৎসকরা কী বলেন

Last Updated:
Breast feeding tips : মায়ের শরীরের ওম ছাড়াও শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য মায়ের স্তন্যদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি৷
1/5
ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের জন্য মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই৷ বিশেষজ্ঞের মতে, শিশুর জন্মের এক ঘণ্টা পর থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত মাতৃদুগ্ধই তার একমাত্র খাদ্য তথা পানীয় ৷ মায়ের শরীরের ওম ছাড়াও শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য মায়ের স্তন্যদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি৷
ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের জন্য মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই৷ বিশেষজ্ঞের মতে, শিশুর জন্মের এক ঘণ্টা পর থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত মাতৃদুগ্ধই তার একমাত্র খাদ্য তথা পানীয় ৷ মায়ের শরীরের ওম ছাড়াও শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য মায়ের স্তন্যদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি৷
advertisement
2/5
মায়ের স্তন্যদুগ্ধের অ্যান্টিবডি নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে৷ কর্মশক্তি ও পুষ্টিমূল্যের যোগান দেয় ৷ সন্তানের জন্ম দেওয়ার আগে থেকেই স্তন্যদুগ্ধের উপকারিতা নিয়ে তথ্যানুসন্ধান করতে পারেন৷ এতে হবু মা মাসিক ভাবে প্র্স্তুতি নিতে পারবেন ব্রেস্ট ফিডিংয়ের ৷
মায়ের স্তন্যদুগ্ধের অ্যান্টিবডি নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে৷ কর্মশক্তি ও পুষ্টিমূল্যের যোগান দেয় ৷ সন্তানের জন্ম দেওয়ার আগে থেকেই স্তন্যদুগ্ধের উপকারিতা নিয়ে তথ্যানুসন্ধান করতে পারেন৷ এতে হবু মা মাসিক ভাবে প্র্স্তুতি নিতে পারবেন ব্রেস্ট ফিডিংয়ের ৷
advertisement
3/5
মনে কোনও জিজ্ঞাস্য থাকলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা শিশুরোগ বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না৷
মনে কোনও জিজ্ঞাস্য থাকলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা শিশুরোগ বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না৷
advertisement
4/5
তবে বেসিক স্বাস্থ্যবিধি ছাড়া ব্রেস্টফিডিংয়ের জন্য স্তনকে প্রস্তুত করানোর কোনও দরকার নেই৷ কারণ হরমোনাল পরিবর্তনের জন্য অন্তঃসত্ত্বা অবস্থার দ্বিতীয় অর্ধ থেকেই হবু মায়ের শরীর তৈরি হয়ে যায় স্তন্যপান করানোর জন্য৷
তবে বেসিক স্বাস্থ্যবিধি ছাড়া ব্রেস্টফিডিংয়ের জন্য স্তনকে প্রস্তুত করানোর কোনও দরকার নেই৷ কারণ হরমোনাল পরিবর্তনের জন্য অন্তঃসত্ত্বা অবস্থার দ্বিতীয় অর্ধ থেকেই হবু মায়ের শরীর তৈরি হয়ে যায় স্তন্যপান করানোর জন্য৷
advertisement
5/5
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পর মায়ের স্তন থেকে হলুদ পাতলা তরল নিঃসৃত হয়৷ একে কোলোস্ট্রম বলে৷ শিশুর জন্য এই তরল অত্যন্ত উপকারী৷ নবজাতককে এই তরল পান করাতে ভুলবেন না৷
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পর মায়ের স্তন থেকে হলুদ পাতলা তরল নিঃসৃত হয়৷ একে কোলোস্ট্রম বলে৷ শিশুর জন্য এই তরল অত্যন্ত উপকারী৷ নবজাতককে এই তরল পান করাতে ভুলবেন না৷
advertisement
advertisement
advertisement