স্তন্যপানে শিশুদের বুদ্ধি ও শক্তি দুইই বাড়ে, কমে আচমকা মৃত্যুর প্রবণতা ! দাবি গবেষণায়
Last Updated:
advertisement
মায়ের দুধ শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধক শক্তি প্রদান করে ৷ বিভিন্ন বাবে মাতৃদুধ সন্তানকে শক্তিশালী করে তোলে যেমন মায়ের দুধ পান করলে শিশুর নাক ও গলায় একটি আলাদা প্রতিরোধক শক্তি সৃষ্টি করে ৷ ব্রাজিলে ১৯৮২ সালে একটি পুষ্টি সংক্রান্ত সংস্থা ৬,০০০ শিশুর উপরে একটি সমীক্ষা করে জানিয়েছে ৷ যে সন্তানেরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়েছে তারা বেশি বুদ্ধিমান হয়েছে ৷ তারা উচ্চশিক্ষিতও হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
সমীক্ষায় জানা গিয়েছে একটি বিশেষ জিনোটাইপে বাচ্চা অতিরিক্ত IQ বাড়াতে বিশেষ সুবিধা রয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে একটি শিশু জন্মানোর ৬ মাস পর্যন্ত স্তন্যপান করা অত্যন্ত জরুরি ৷ তবে সমীক্ষায় জানানো হয়েছে ৬ মাসই শুধু নয় ৷ যত বেশিদিন পারা যায় ততদিন মায়ের দুধ খাওয়া উচিৎ ৷ প্রতীকী ছবি ৷