Breast feeding : শিশুর ঘনঘন পেটখারাপ, পেটে ব্যথা? মাতৃদুগ্ধেই রয়েছে ওষুধ, কীভাবে জানেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Breast feeding : সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হল শিশুর পেটে ব্যথা ও হজমের সমস্যা। কিন্তু এই সব সমস্যার একটাই বড় ওষুধ। তা হল মায়ের দুধ।
গর্ভবতী হয়ে জন্ম দিতে মায়ের বহু ব্যথা বেদনা সইতে হয়। কিন্তু জন্ম দেওয়ার পরে দায়িত্ব বেড়ে যায় দ্বিগুণ। সদ্যোজাতকে ধীরে ধীরে বড় করার সময়ে বিভিন্ন সমস্যাও আসে। বিশেষ করে শিশুর অসুখ করলে উদ্বেগ বাড়ে। আর এর মধ্যে যেটি সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হল শিশুর পেটে ব্যথা ও হজমের সমস্যা। কিন্তু এই সব সমস্যার একটাই বড় ওষুধ। তা হল মায়ের দুধ।
advertisement
এর কারণ হলো, এই অবস্থায় নবজাতকের পরিপাক তন্ত্র অনেকটাই অপরিণত থাকে। এই কারণেই নবজাতকদের পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি এসব দেখা যায়। তবে এ কোনও বিরল ঘটনা নয়। প্রতি তিন জন শিশুর মধ্য়ে এক জনের পেটে ব্য়থার সমস্য়া হয়। কিন্তু শিশু অবস্থা থেকে এর ঠিক মতো ব্যবস্থা না নিলে এগুলি তার শরীরে স্থায়ী ভাবে থেকে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement