Breast Cancer: পুরুষদের মধ্যে দ্রুত বাড়ছে স্তন ক্যানসার! সতর্ক করল ভোপাল AIIMS, হরমোনের ভারসাম্য নষ্ট করছে ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
- Published by:Tias Banerjee
Last Updated:
Breast Cancer in Men: একসময় স্তন ক্যানসার শুধুমাত্র নারীদের রোগ বলে মনে করা হতো। কিন্তু এখন সেই ধারণা বদলাচ্ছে। চিকিৎসকদের মতে, পুরুষদের মধ্যেও স্তন ক্যানসারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। কেন? বিশদে জেনে নিন।
একসময় স্তন ক্যানসার শুধুমাত্র নারীদের রোগ বলে মনে করা হতো। কিন্তু এখন সেই ধারণা বদলাচ্ছে। চিকিৎসকদের মতে, পুরুষদের মধ্যেও স্তন ক্যানসারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আগে প্রতি একশো জন স্তন ক্যানসার আক্রান্তের মধ্যে একজন ছিলেন পুরুষ, আর এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে চার জন। ভোপাল এইমসের চিকিৎসকরা জানিয়েছেন, এই বৃদ্ধি মূলত হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং ভুল খাদ্যাভ্যাসের ফল। (Representative Image AI)
advertisement
একসময় স্তন ক্যানসার শুধুমাত্র নারীদের রোগ বলে মনে করা হতো। কিন্তু এখন সেই ধারণা বদলাচ্ছে। চিকিৎসকদের মতে, পুরুষদের মধ্যেও স্তন ক্যানসারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আগে প্রতি একশো জন স্তন ক্যানসার আক্রান্তের মধ্যে একজন ছিলেন পুরুষ, আর এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে চার জন। ভোপাল এইমসের চিকিৎসকরা জানিয়েছেন, এই বৃদ্ধি মূলত হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং ভুল খাদ্যাভ্যাসের ফল। (Representative Image AI)
advertisement
ভোপাল এইমসের ডিরেক্টর ও বিশিষ্ট অনকো-সার্জন ড. মাধবানন্দ কর জানিয়েছেন, পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্য ক্রমেই নষ্ট হচ্ছে। বিশেষ করে ইস্ট্রোজেন নামের নারী হরমোনের মাত্রা বাড়ছে পুরুষদের শরীরে। এর ফলে দেখা দিচ্ছে গাইনেকোমাস্টিয়া, অর্থাৎ অস্বাভাবিকভাবে স্তনের বৃদ্ধি। এই সমস্যা এখন শুধু প্রাপ্তবয়স্কদের নয়, ছোট শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে। (Representative Image AI)
advertisement
ড. কর বলেছেন, এই হরমোনাল পরিবর্তনের সবচেয়ে বড় কারণ আমাদের আধুনিক খাদ্যাভ্যাস। এখন অনেক পরিবারেই বাবা-মা দুজনেই কর্মরত, ফলে শিশুরা ফাস্টফুডের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তরুণরাও হোস্টেলে বা বাইরে থাকলে সহজেই এমন খাবার খাচ্ছেন। বার্গার, পিৎজা, চাউমিনের মতো খাবারে ব্যবহৃত সস ও টপিংসের মধ্যে থাকে বিভিন্ন স্টেরয়েড, কেমিক্যাল ফ্লেভার, ও কৃত্রিম অ্যাডিটিভ, যা শরীরের হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। (Representative Image AI)
advertisement
ড. কর আরও জানান, এখন অনেক ফল রাসায়নিক ব্যবহার করে পাকানো হয়। ফসল উৎপাদনে অতিরিক্ত সার ব্যবহার এবং মুরগিকে দ্রুত বড় করার জন্য ইনজেকশন দেওয়া স্টেরয়েড — সবই মানবদেহে প্রবেশ করছে খাদ্যের মাধ্যমে। এর ফলে পুরুষদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা একদিকে গাইনেকোমাস্টিয়ার কারণ, অন্যদিকে বাড়াচ্ছে পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি। (Representative Image AI)
advertisement
স্থূলতা বা অতিরিক্ত ওজনকেও পুরুষদের স্তন ক্যান্সারের অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। রাসায়নিক ও প্রক্রিয়াজাত উপাদানে ভরা খাদ্য শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটায়। ভোপাল এইমসে পুরুষ স্তন ক্যানসারের সংখ্যাও এই কারণে দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। (Representative Image AI)
advertisement
এইমসের সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যানসার (বৃহদান্ত্র ও মলদ্বারের ক্যান্সার) প্রথম দিকে স্পষ্ট কোনও উপসর্গ দেখায় না। রোগ বাড়লে নিচের মতো কিছু লক্ষণ দেখা যায়— হঠাৎ মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, পেটে ব্যথা বা অস্বস্তি, মলে রক্ত, অজানা কারণে ওজন কমে যাওয়া, ও লাগাতার ক্লান্তি। (Representative Image AI)
advertisement
advertisement
