Benefits of bottle gourd: দ্বিগুণ হবে পুরুষদের যৌন 'শক্তি'! মেয়েদের হুড়মুড়িয়ে কমবে ওজন! শুধু লাউ খেতে হবে 'এইভাবে'! চটজলদি মিলবে রেজাল্ট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Benefits of bottle gourd: ওয়েট লস বিশেষজ্ঞ আঁচল চুঘ তাঁর সোশ্যাল মিডিয়াতে বলেন, ‘লাউয়ে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫ এবং বি৬। এছাড়া আছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ।’
সব ডাক্তারই বলে সবুজ শাক-সবজি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনই একটা আনাজ, যা পুরুষের যৌবনকে রাখে তুঙ্গে।
advertisement
advertisement
ওয়েট লস বিশেষজ্ঞ আঁচল চুঘ তাঁর সোশ‍্যাল মিডিয়াতে বলেন, ‘লাউয়ে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫ এবং বি৬। এছাড়া আছে আয়রন, ক‍্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম‍্যাগনেসিয়াম আর ম‍্যাঙ্গানিজ।’
advertisement
এবার জেনে নিন কীভাবে লাউয়ের ভর্তা বানাবেন। একবার খেলে ভুলবেন না। রইল তার রেসিপি। যা লাগবে- লাউ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, সর্ষের তেল, হলুদ এবং কালোজিরে।
advertisement
প্রথমে লাউ ভাল করে কেটে নিন। এরপর জল দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ লাউ ভাল করে মিক্সিতে বেটে নিন। এতে দিন পরিমাণমতো নুন ও অল্প চিনি।
advertisement
এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, রসুন ও শুকনো লঙ্কা ভেজে নিন। চাইলে পেঁয়াজও দিতে পারেন।
advertisement
advertisement