Boost Haemoglobin:‘অ্যানিমিয়া’ নিয়ে চিন্তিত? পাতে রাখুন এই খাবারগুলি, চড়চড় করে বাড়বে হিমোগ্লোবিন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Boost Haemoglobin: বর্তমানে, বিশ্বের অধিকাংশ মহিলার রক্তে হিমোগ্লোবিনের অভাবে দেখা গেছে। হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন কম পৌঁছয়।
বর্তমানে, বিশ্বের অধিকাংশ মহিলার রক্তে হিমোগ্লোবিনের অভাবে দেখা গেছে। হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন কম পৌঁছয়। হিমোগ্লোবিনের অভাবের ফলে মহিলাদের মধ্যে দেখা দেয় দুর্বলতা, শ্বাসকষ্ট, অবসাদ, হার্টের দ্রুত স্পন্দন, ফ্যাকাসে ত্বকের মতো শারীরিক জটিলতা। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম পেলে সেই সমস্যাকে ‘অ্যানিমিয়া’ বলা হয়।
advertisement
Gympik.com-এর পুষ্টিবিদ সুজেতা শেঠির মতে, ‘আদর্শভাবে একজন পুরুষের প্রয়োজন ১৩.৫ থেকে ১৭.৫ গ্রাম প্রতি ডেসিলিটার এবং মহিলাদের প্রয়োজন ১২.০ থেকে ১৫.৫ গ্রাম প্রতি ডেসিলিটার হিমোগ্লোবিন।’ তবে, প্রতিদিনের খাওয়া-দাওয়াতে যদি কিছু খাবার যুক্ত করা যায় তাহলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যাবে। কী কী খাবার জানুন-
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement