Weekend Bolpur Trip: নদীবন্দরে নোঙর হত ঘি বোঝাই নৌকো, বোলপুরের কাছেই ঘুরে দেখুন নীলকুঠির ইতিহাস আর টেরাকোটার মন্দির ভরা গ্রাম
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
এই গ্রামটি যে বেশ পুরনো তাতে কোনও সন্দেহ নেই। গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরগুলি তার জীবন্ত উদাহরণ। অনেকগুলিই আবার পরিত্যক্ত। তবে এই মন্দিরগুলির ভগ্ন শরীর থেকে আজও উঁকি দেয় প্রাচীন বাংলার পোড়ামাটির টেরাকোটা শিল্পের অবশিষ্টাংশ
শীতকাল এলেই মন উড়ু উড়ু হয়ে ওঠে। পিকনিক হোক বা উইকএন্ড, গুগলে খুঁজতে থাকেন ঠিকানা। তবে এরই মাঝে পুরনো হলেও বাদ যায় না কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন। তবে, এই নতুন বছর শীতে বোলপুর বেড়াতে গেলে শান্তিনিকেতন ছেড়ে ঢুঁ মারুন ইটন্ডায়। উইকএন্ড ট্রিপ হোক বা লং ড্রাইভ, কিংবা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ঘুরে দেখার সুযোগ ইটন্ডা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অজয় নদীর তীরে ইটন্ডা। খুব একটা পরিচিত গ্রাম না হলেও ইটন্ডা ঘুরে দেখার অভিজ্ঞতা একটু আলাদা হতে পারে। ইটন্ডা গ্রামের ইতিহাস বহু পুরনো। শোনা যায়, এক সময় এখানে নদী বন্দর ছিল। আবার নীল চাষও নাকি হতো এই অজয় নদীর তীরে। কিন্তু যে স্থাপত্য আজও রয়েছে তা ইটন্ডার মন্দির। গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মন্দির রয়েছে। তাও টেরাকোটার।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
জানা যায় এই প্রাচীন গ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় জোড়বাংলা কালীমন্দির। রয়েছে পঞ্চরত্ন শিবমন্দিরও। সেখানে থাকেন রাম-সীতা ও পার্ষদ। তাঁদের পোশাকে রয়েছে বাবু কালচারের ছোঁয়া। এ ছাড়া দেখার জায়গা হলও দ্বিতল দালান চাঁদনী আকারের শ্রীধর মন্দির। এখানকার মন্দিরের গায়ে টেরাকোটার কালী, শিব, মনসা, দশাবতারের কারুকার্য রয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
মূল কথা অজয়ের উপর নির্ভর করেই এই ইটণ্ডা গ্রামের বেড়ে ওঠা। অন্তত এমনটাই মনে করেন আঞ্চলিক ইতিহাস গবেষক সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। তাঁর মতে, গ্রামটির গৌরবময় অতীত আছে। প্রায় হাজার বছর আগে ব্রাহ্মণ, চর্মকার, তন্তুবায়, ভট্ট, ময়রা, ছুতোর প্রভৃতি সম্প্রদায় নিয়ে গ্রামটি গড়ে ওঠে। পরে অন্য সম্প্রদায়ের মানুষও বসবাস করতে শুরু করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়









