Decoding body languages:সঙ্গী কথা লুকোচ্ছেন? শরীরী ভাষা পড়ে ধরে ফেলুন মনের গোপন কথা, রইল টিপস

Last Updated:
Decoding body languages: কিছু কথা, যা মুখে বলা যায় না, তা ফুটে ওঠে বডি ল্যাঙ্গুয়েজেই৷ সেই ভাষা বা শরীরী অঙ্গভঙ্গি ডিকোড করারও নির্দিষ্ট পদ্ধতি আছে
1/8
কথ্য ভাষার পাশাপাশি সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ শরীরী ভাষা৷ কিছু কথা, যা মুখে বলা যায় না, তা ফুটে ওঠে বডি ল্যাঙ্গুয়েজেই৷ সেই ভাষা বা শরীরী অঙ্গভঙ্গি ডিকোড করারও নির্দিষ্ট পদ্ধতি আছে৷ সেটি জানা থাকলে সঙ্গীর লুকিয়ে রাখা গোপন কথাটিও আপনি টের পেয়ে যাবেন৷
কথ্য ভাষার পাশাপাশি সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ শরীরী ভাষা৷ কিছু কথা, যা মুখে বলা যায় না, তা ফুটে ওঠে বডি ল্যাঙ্গুয়েজেই৷ সেই ভাষা বা শরীরী অঙ্গভঙ্গি ডিকোড করারও নির্দিষ্ট পদ্ধতি আছে৷ সেটি জানা থাকলে সঙ্গীর লুকিয়ে রাখা গোপন কথাটিও আপনি টের পেয়ে যাবেন৷
advertisement
2/8
কথোপকথনের ক্ষেত্রে চোখ খুবই গুরুত্বপূর্ণ৷ চোখে চোখ রেখে কথা বলার অর্থ সঙ্গী আপনার প্রতি আগ্রহী৷ তবে তার মানে এই নয় যে একটানা নির্লজ্জের মতো তাকিয়ে থাকা৷ সেটা আবার অভব্যতার লক্ষণ৷ চোখে চোখ রাখা এবং না রাখার মধ্যে ভারসাম্য ও সামঞ্জস্য থাকা দরকার৷
কথোপকথনের ক্ষেত্রে চোখ খুবই গুরুত্বপূর্ণ৷ চোখে চোখ রেখে কথা বলার অর্থ সঙ্গী আপনার প্রতি আগ্রহী৷ তবে তার মানে এই নয় যে একটানা নির্লজ্জের মতো তাকিয়ে থাকা৷ সেটা আবার অভব্যতার লক্ষণ৷ চোখে চোখ রাখা এবং না রাখার মধ্যে ভারসাম্য ও সামঞ্জস্য থাকা দরকার৷
advertisement
3/8
যদি সঙ্গীর আই কন্ট্যাক্টের পাশাপাশি মুখে হাসি বজায় রাখেন, তাহলে বুঝতে হবে আপনি যে বিষয়ে কথা বলছেন তাতেও তাঁর আগ্রহ আছে৷
যদি সঙ্গীর আই কন্ট্যাক্টের পাশাপাশি মুখে হাসি বজায় রাখেন, তাহলে বুঝতে হবে আপনি যে বিষয়ে কথা বলছেন তাতেও তাঁর আগ্রহ আছে৷
advertisement
4/8
খেয়াল রাখুন সঙ্গীর মুখভঙ্গির দিকেও৷ ফেসিয়াল এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে৷ সেখানে আনন্দ, দুঃখ, আতঙ্ক, আগ্রহ থেকে শুরু করে দ্ব্ন্দ্ব ও রোমাঞ্চ-সবই প্রকাশিত হয়৷
খেয়াল রাখুন সঙ্গীর মুখভঙ্গির দিকেও৷ ফেসিয়াল এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে৷ সেখানে আনন্দ, দুঃখ, আতঙ্ক, আগ্রহ থেকে শুরু করে দ্ব্ন্দ্ব ও রোমাঞ্চ-সবই প্রকাশিত হয়৷
advertisement
5/8
খেয়াল রাখুন সঙ্গীর মুখভঙ্গির দিকেও৷ ফেসিয়াল এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে৷ সেখানে আনন্দ, দুঃখ, আতঙ্ক, আগ্রহ থেকে শুরু করে দ্ব্ন্দ্ব ও রোমাঞ্চ-সবই প্রকাশিত হয়৷
খেয়াল রাখুন সঙ্গীর মুখভঙ্গির দিকেও৷ ফেসিয়াল এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে৷ সেখানে আনন্দ, দুঃখ, আতঙ্ক, আগ্রহ থেকে শুরু করে দ্ব্ন্দ্ব ও রোমাঞ্চ-সবই প্রকাশিত হয়৷
advertisement
6/8
সঙ্গীর হাত বা পা যদি ক্রসড পজিশনে থাকে তাহলে জানবেন আপনার উপস্থিতি বা কথার সঙ্গে তিনি স্বচ্ছন্দ হতে পারছেন না৷ আপনার প্রতি তিনি আগ্রহী নন এবং আপনার প্রতি মনের ভাব প্রকাশ করতেও তাঁর অনীহা থাকতে পারে৷
সঙ্গীর হাত বা পা যদি ক্রসড পজিশনে থাকে তাহলে জানবেন আপনার উপস্থিতি বা কথার সঙ্গে তিনি স্বচ্ছন্দ হতে পারছেন না৷ আপনার প্রতি তিনি আগ্রহী নন এবং আপনার প্রতি মনের ভাব প্রকাশ করতেও তাঁর অনীহা থাকতে পারে৷
advertisement
7/8
সঙ্গী যদি ঘন ঘন আঙুল মটকাতে থাকেন তাহলে তিনি আতঙ্কিত বা উদ্বিগ্ন৷ ক্রমাগত আঙুল মটকাতে থাকলে বুঝবেন আপনার উপস্থিতি তাঁর কাছে খুব একঘেয়ে৷
সঙ্গী যদি ঘন ঘন আঙুল মটকাতে থাকেন তাহলে তিনি আতঙ্কিত বা উদ্বিগ্ন৷ ক্রমাগত আঙুল মটকাতে থাকলে বুঝবেন আপনার উপস্থিতি তাঁর কাছে খুব একঘেয়ে৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement