Blood Sugar Control Tips: রুটি খেয়ে কমান ব্লাড সুগার! শুধু ডায়াবেটিসে গমের আটার বদলে খান এর রুটি

Last Updated:
Blood Sugar Control Tips: ব্লাড সুগার রোগীদের ক্ষেত্রে সুস্থতার জন্য ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা কী খাবেন, কী খাবেন না-সে নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে।পুষ্টিবিদের মতে গম ডায়েটে না রাখাই বাঞ্ছনীয়। গমের বিকল্প হিসেবে একাধিক উপকরণের কথা বলেছেন তিনি
1/8
ব্লাড সুগার রোগীদের ক্ষেত্রে সুস্থতার জন্য ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা কী খাবেন, কী খাবেন না-সে নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে
ব্লাড সুগার রোগীদের ক্ষেত্রে সুস্থতার জন্য ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা কী খাবেন, কী খাবেন না-সে নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে
advertisement
2/8
লভনীত বাত্রার মতে গম ডায়েটে না রাখাই বাঞ্ছনীয়। গমের বিকল্প হিসেবে একাধিক উপকরণের কথা বলেছেন তিনি।
লভনীত বাত্রার মতে গম ডায়েটে না রাখাই বাঞ্ছনীয়। গমের বিকল্প হিসেবে একাধিক উপকরণের কথা বলেছেন তিনি।
advertisement
3/8
ওটসে ১ শতাংশ সুক্রোজ আছে। এছাড়া প্রচুর ফাইবার ও পুষ্টিমূল্য আছে। স্যাচিওরেটেড এবং মোনো ফ্যাট, চিনি নেই। তাই রক্তে শর্করার মাত্রা কম রাখতে নিয়মিত ওটস খান।
ওটসে ১ শতাংশ সুক্রোজ আছে। এছাড়া প্রচুর ফাইবার ও পুষ্টিমূল্য আছে। স্যাচিওরেটেড এবং মোনো ফ্যাট, চিনি নেই। তাই রক্তে শর্করার মাত্রা কম রাখতে নিয়মিত ওটস খান।
advertisement
4/8
কিনোয়া গ্লাটেনফ্রি খাবার। এতে প্রচুর ফাইবার এবং প্রোটিন। এই খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম। গমের বদলে ডায়েটে রাখুন কিনোয়া।
কিনোয়া গ্লাটেনফ্রি খাবার। এতে প্রচুর ফাইবার এবং প্রোটিন। এই খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম। গমের বদলে ডায়েটে রাখুন কিনোয়া।
advertisement
5/8
ব্রাউন রাইসের পুষ্টিগুণ রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ধীর গতিতে হয় হজম প্রক্রিয়া।
ব্রাউন রাইসের পুষ্টিগুণ রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ধীর গতিতে হয় হজম প্রক্রিয়া।
advertisement
6/8
আমন্ড বা কাঠবাদামের আটা খুবই পুষ্টিকর। এতে কার্বোহাইড্রেটস কম। যাঁদের ব্লাড সুগার ও হাই ব্লাড প্রেশার আছে, তাঁরা গমের বদলে এই আটা খেতে পারেন।
আমন্ড বা কাঠবাদামের আটা খুবই পুষ্টিকর। এতে কার্বোহাইড্রেটস কম। যাঁদের ব্লাড সুগার ও হাই ব্লাড প্রেশার আছে, তাঁরা গমের বদলে এই আটা খেতে পারেন।
advertisement
7/8
শুকনো নারকেলের গুঁড়ো গ্লাটেনমুক্ত এবং ফাইবারে ভরা। এটা গ্লাটেনমুক্ত এবং ফাইবারে পূর্ণ। কার্বোহাইড্রেডও কম।
শুকনো নারকেলের গুঁড়ো গ্লাটেনমুক্ত এবং ফাইবারে ভরা। এটা গ্লাটেনমুক্ত এবং ফাইবারে পূর্ণ। কার্বোহাইড্রেডও কম।
advertisement
8/8
ছোলা থেকে তৈরি আটাও খেতে পারেন ডায়াবেটিকরা।
ছোলা থেকে তৈরি আটাও খেতে পারেন ডায়াবেটিকরা।
advertisement
advertisement
advertisement