How to increase Sperm Count: ২১ দিনেই হুহু করে বাড়িয়ে দেয় স্পার্ম কাউন্ট! পুরুষত্বহীনতার অব্যর্থ দাওয়াই এই গাছ

Last Updated:
এই গাছেরও যে এত অলৌকিক গুণ রয়েছে, তা বোধহয় কারোরই জানা ছিল না৷ আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডের কাছ থেকে আমরা জানব অযত্নে বেড়ে ওঠা এই গাছের অলৌকিক গুণ৷
1/8
ঝোপেঝাড়ে, অযত্নে হয়ে থাকে এই কাঁটা জাতীয় উদ্ভিদ৷ ছোট ছোট হলুদ ফুলও হয়৷ পাতা বা ডাল ভেঙে গেলে বের হয় হলুদ রস৷ আপনি, আমি প্রায় সবাই চিনি এই গাছকে৷ কিন্তু, এই গাছেরও যে এত অলৌকিক গুণ রয়েছে, তা বোধহয় কারোরই জানা ছিল না৷ আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডের কাছ থেকে আমরা জানব অযত্নে বেড়ে ওঠা এই গাছের অলৌকিক গুণ৷
ঝোপেঝাড়ে, অযত্নে হয়ে থাকে এই কাঁটা জাতীয় উদ্ভিদ৷ ছোট ছোট হলুদ ফুলও হয়৷ পাতা বা ডাল ভেঙে গেলে বের হয় হলুদ রস৷ আপনি, আমি প্রায় সবাই চিনি এই গাছকে৷ কিন্তু, এই গাছেরও যে এত অলৌকিক গুণ রয়েছে, তা বোধহয় কারোরই জানা ছিল না৷ আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডের কাছ থেকে আমরা জানব অযত্নে বেড়ে ওঠা এই গাছের অলৌকিক গুণ৷
advertisement
2/8
মূলত হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এই গাছের দেখা মেলে৷ তবে, প্রায় সারা ভারতেই কম বেশি দেখা যায় এই গাছ৷ বিশেষ করে শুষ্ক এলাকায়৷ ফুলের ভিতরে থাকে পোস্তর মতো গাঢ় রঙের ছোট ছোট বীজ।
মূলত হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এই গাছের দেখা মেলে৷ তবে, প্রায় সারা ভারতেই কম বেশি দেখা যায় এই গাছ৷ বিশেষ করে শুষ্ক এলাকায়৷ ফুলের ভিতরে থাকে পোস্তর মতো গাঢ় রঙের ছোট ছোট বীজ।
advertisement
3/8
অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টি স্প্যাসমোডিক এবং অ্যান্টি অক্সিডেন্টের সম্ভার রয়েছে এই জাঙ্গল উদ্ভিদে। আয়ুর্বেদশাস্ত্রে এর বিবিধ উপকারিতার বর্ণনা করা রয়েছে। এই গাছের ডালের রস, পাতার রস, বীজের তেল, পাতার পেস্ট ইত্যাদি নানা উপায়ে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যধি নিরাময়ের জন্য।
অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টি স্প্যাসমোডিক এবং অ্যান্টি অক্সিডেন্টের সম্ভার রয়েছে এই জাঙ্গল উদ্ভিদে। আয়ুর্বেদশাস্ত্রে এর বিবিধ উপকারিতার বর্ণনা করা রয়েছে। এই গাছের ডালের রস, পাতার রস, বীজের তেল, পাতার পেস্ট ইত্যাদি নানা উপায়ে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যধি নিরাময়ের জন্য।
advertisement
4/8
কথা হচ্ছে শেয়াল কাঁটা গাছ নিয়ে৷ ইংরেজিতে নাম Mexican prickly poppy৷ হিন্দিতে বলা হয় সত্যনাশি৷ ‘স্বর্ণক্ষরী’ নামেও পরিচিত এই গাছ৷ কারণ, এই গাছের ডাল বা পাতা ভেঙে গেলে হলুদ তরুক্ষীর বের হয়।
কথা হচ্ছে শেয়াল কাঁটা গাছ নিয়ে৷ ইংরেজিতে নাম Mexican prickly poppy৷ হিন্দিতে বলা হয় সত্যনাশি৷ ‘স্বর্ণক্ষরী’ নামেও পরিচিত এই গাছ৷ কারণ, এই গাছের ডাল বা পাতা ভেঙে গেলে হলুদ তরুক্ষীর বের হয়।
advertisement
5/8
আয়ুর্বেদাচার্য জানাচ্ছেন, এই গাছটি দীর্ঘস্থায়ী কাশি নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী। এই গাছের শিকড় জলে সিদ্ধ করুন এবং তৈরি করুন একটি থকথকে কাথ৷ তারপরে নিয়ম করে পান করুন সকালে এবং সন্ধ্যায়। কয়েকদিনের মধ্যেই কাশি থেকে আরাম পাবেন। প্রস্রাবের সমস্যা থাকলেও তা মুক্তি দেবে৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দুর্দান্ত কাজ করে Mexican prickly poppy৷ এই গাছের পাতা সেদ্ধ করে জল পান করলে কাজ হয় দারুণ।
আয়ুর্বেদাচার্য জানাচ্ছেন, এই গাছটি দীর্ঘস্থায়ী কাশি নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী। এই গাছের শিকড় জলে সিদ্ধ করুন এবং তৈরি করুন একটি থকথকে কাথ৷ তারপরে নিয়ম করে পান করুন সকালে এবং সন্ধ্যায়। কয়েকদিনের মধ্যেই কাশি থেকে আরাম পাবেন। প্রস্রাবের সমস্যা থাকলেও তা মুক্তি দেবে৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দুর্দান্ত কাজ করে Mexican prickly poppy৷ এই গাছের পাতা সেদ্ধ করে জল পান করলে কাজ হয় দারুণ।
advertisement
6/8
বহু কারণেই পুরুষত্বহীনতার শিকার হন অনেকে৷ অনেকেরই কম থাকে স্পার্ম কাউন্ট৷ অর্থাৎ, শুক্রাণুর সংখ্যা৷ ফলে সন্তান উৎপাদনে সমস্যা দেখা দেয়৷ ভুবনেশের মতে, এই গাছের কাথের নিয়মিত সেবনে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। পুরুষত্বহীনতা দূর করা যায় মাত্র ২১ দিনে।
বহু কারণেই পুরুষত্বহীনতার শিকার হন অনেকে৷ অনেকেরই কম থাকে স্পার্ম কাউন্ট৷ অর্থাৎ, শুক্রাণুর সংখ্যা৷ ফলে সন্তান উৎপাদনে সমস্যা দেখা দেয়৷ ভুবনেশের মতে, এই গাছের কাথের নিয়মিত সেবনে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। পুরুষত্বহীনতা দূর করা যায় মাত্র ২১ দিনে।
advertisement
7/8
এই গাছে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ,ত্বকের সমস্ত ব্যাকটেরিয়া সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। জন্ডিসের মতো বিপজ্জনক রোগেরও ওষুধ এই গাছ। তবে যে কোনও রোগের ক্ষেত্রেই এই গাছের কোনও অংশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন৷ কারণ, কোন ব্যক্তির শরীরের জন্য কোনটা কার্যকরী তা একমাত্র চিকিৎসকেরাই বলতে পারেন৷ নিজে নিজে সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে৷ তাই আগে চিকিৎসক বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের কাছে যান, তবেই তা সেবন করুন৷
এই গাছে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ,ত্বকের সমস্ত ব্যাকটেরিয়া সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। জন্ডিসের মতো বিপজ্জনক রোগেরও ওষুধ এই গাছ। তবে যে কোনও রোগের ক্ষেত্রেই এই গাছের কোনও অংশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন৷ কারণ, কোন ব্যক্তির শরীরের জন্য কোনটা কার্যকরী তা একমাত্র চিকিৎসকেরাই বলতে পারেন৷ নিজে নিজে সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে৷ তাই আগে চিকিৎসক বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের কাছে যান, তবেই তা সেবন করুন৷
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ )
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ )
advertisement
advertisement
advertisement