Blood Pressure: রেগে গেলে কি ব্লাড প্রেশারও বেড়ে যায়? সঠিক উত্তর জানুন, আর নিন এই ব্যবস্থা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Biswas
Last Updated:
Blood Pressure: এই ধরনের মানুষরা প্রতিটি বিষয়ে রাগ করেন বা কোনও কারণ ছাড়াই যে কোনও ব্যক্তির উপর রেগে যান।
advertisement
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। কথিত আছে যে, যদি কোনও ব্যক্তির রাশিতে সূর্য, চন্দ্র ও মঙ্গল পরস্পরের সঙ্গে কোনও সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান। যখন রাশিচক্র বা গ্রহের সঙ্গে এর মিলন হয় তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রেগে যান। এছাড়া যাঁদের কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী নয়, তাঁরাও প্রচণ্ড রেগে যান।
advertisement
advertisement
advertisement
চন্দন- চন্দনের বৈশিষ্ট্য শান্ত এবং শিথিল। আয়ুর্বেদ ও হিন্দুধর্মে চন্দনের অনেক উপকারিতা বর্ণনা করা হয়েছে। পূজাতেও চন্দন ব্যবহার করা হয়। চন্দন প্রধানত ভগবান শিবের পূজায় ব্যবহৃত হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যাঁরা খুব রেগে যান তাঁদের জন্য চন্দন কাঠের প্রতিকার উপকারী প্রমাণিত হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগানো উচিত। এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি দেবে।






