Bike Love: বর্ষাকালে যখন-তখন ঝমঝমিয়ে বৃষ্টি, উপরেও জল, নিচেও, সাধের দু'চাকার বারোটা বাজল বলে, রইল বাইকের যত্ন নেওয়ার টিপস

Last Updated:
Bike Love: বর্ষাকালে বাইক ভিজে গেলে কী করবেন? কীভাবে যত্ন নেবেন আপনার শখের বাহনটির?
1/5
বর্ষাকালে আমাদের বাইক প্রায় সময় ভিজে যায়। যে কারণে এই সময় বাইকের বিশেষ ভাবে যত্ন নেওয়া জরুরী। কিভাবে তা সম্ভব, জানিয়েছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার অতনু সিট।
বর্ষাকালে আমাদের বাইক প্রায় সময় ভিজে যায়। যে কারণে এই সময় বাইকের বিশেষ ভাবে যত্ন নেওয়া জরুরী। কিভাবে তা সম্ভব, জানিয়েছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার অতনু সিট।
advertisement
2/5
অতনু বাবু জানিয়েছেন এই সময়, বাইক অযথা বাইরে ফেলে রাখা উচিত নয় কোন শেডের নিচে রাখতে হয়। আর যদি বাইক ভিজে যায় দ্রুত তার শুকনো করার চেষ্টা করতে হবে।
অতনু বাবু জানিয়েছেন এই সময়, বাইক অযথা বাইরে ফেলে রাখা উচিত নয় কোন শেডের নিচে রাখতে হয়। আর যদি বাইক ভিজে যায় দ্রুত তার শুকনো করার চেষ্টা করতে হবে।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, এই সময় সম্ভব হলে বাইকের কভার সঙ্গে রাখা উচিত। রাস্তাঘাটে হঠাৎ বৃষ্টি নামলে, সেই কভার দিয়ে ঢেকে যাওয়া যাবে বাইক। ফলে বাইকটি কম ভিজবে।
তিনি জানিয়েছেন, এই সময় সম্ভব হলে বাইকের কভার সঙ্গে রাখা উচিত। রাস্তাঘাটে হঠাৎ বৃষ্টি নামলে, সেই কভার দিয়ে ঢেকে যাওয়া যাবে বাইক। ফলে বাইকটি কম ভিজবে।
advertisement
4/5
অতনু সিট বলছেন, বৃষ্টিতে এই সময় চেইনে মরচে পড়ে যায়। তাই বাইকের চেইনে বর্ষাকালে লুব্রিক্যান্ট করা উচিত নির্দিষ্ট সময় অন্তর। বাইক ভিজে গেলে দ্রুত সেই ময়লা ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
অতনু সিট বলছেন, বৃষ্টিতে এই সময় চেইনে মরচে পড়ে যায়। তাই বাইকের চেইনে বর্ষাকালে লুব্রিক্যান্ট করা উচিত নির্দিষ্ট সময় অন্তর। বাইক ভিজে গেলে দ্রুত সেই ময়লা ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
5/5
তিনি আরও জানিয়েছেন, এই সময় বাইকের ব্রেকে সমস্যা দেখা দিতে পারে। ব্রেক সু তাড়াতাড়ি নষ্ট হয়। তাই সেগুলির দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। বৃষ্টির জল বাইকের ব্যাটারির ক্ষতি করতে পারে। নজর রাখতে হবে সেটিও। নিয়মিত সার্ভিসিং করাতে হবে।
তিনি আরও জানিয়েছেন, এই সময় বাইকের ব্রেকে সমস্যা দেখা দিতে পারে। ব্রেক সু তাড়াতাড়ি নষ্ট হয়। তাই সেগুলির দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। বৃষ্টির জল বাইকের ব্যাটারির ক্ষতি করতে পারে। নজর রাখতে হবে সেটিও। নিয়মিত সার্ভিসিং করাতে হবে।
advertisement
advertisement
advertisement