আনন্দ তো শুধু চারটে দিনের৷ দুর্গাপুজো পরবর্তী সময়টা যেন বাঙালিদের জন্য রীতিমতো ভয়ঙ্কর৷ আস্তে আস্তে খুলে ফেলা হবে বাঁশ৷ শীতের আণেজ শুরু হবে, বাড়বে মন খারাপ৷ আবার একটা বছরের অপেক্ষা৷ আজ বিজয়া৷ বিজয়ার শুভেচ্ছা পাঠানোর দিন৷ এমনভাবে শুভেচ্ছা পাঠান যাতে সেখানে বিষাদ নয়, আনন্দের ছোঁয়া থাকে৷
advertisement
2/5
আলোয় আলোয় কেটে যাক আরও একটা বছর৷ সুস্থ থাকো, সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷