Sweet: একটা খেলেই পেট ভরবে, শক্তিগড়ের মতো মুর্শিদাবাদেও বিক্রি হচ্ছে পেল্লাই সাইজের ল্যাংচা

Last Updated:
Sweet: শক্তিগড়ের ল‍্যাংচা নামটা শুনলেই জিভে জল আসে। তবে আপনি কি জানেন শক্তিগড়ের মত সেই বিখ‍্যাত ল‍্যাংচা পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের কাগ্রামে মঅবস্থিত একটি মিষ্টির দোকানে।
1/5
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শক্তিগড়ের ল‍্যাংচা নামটা শুনলেই জিভে জল আসে। তবে আপনি কি জানেন শক্তিগড়ের মত সেই বিখ‍্যাত ল‍্যাংচা পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের কাগ্রামে মঅবস্থিত একটি মিষ্টির দোকানে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শক্তিগড়ের ল‍্যাংচা নামটা শুনলেই জিভে জল আসে। তবে আপনি কি জানেন শক্তিগড়ের মত সেই বিখ‍্যাত ল‍্যাংচা পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের কাগ্রামে মঅবস্থিত একটি মিষ্টির দোকানে।
advertisement
2/5
ল্যাংচার কথা উঠলেই প্রথমে মনে পড়ে বর্ধমানের নাম। সঙ্গে রয়েছে সীতাভোগ, মিহিদানাও। জিভে জল আনা বর্ধমানের পেটেন্ট এই মিষ্টি এখন মুর্শিদাবাদে মিষ্টি প্রেমীদের প্রধান আকর্ষণ। প্রতিদিনই মিষ্টি খেতে দূর-দূরান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন বহু মানুষ।
ল্যাংচার কথা উঠলেই প্রথমে মনে পড়ে বর্ধমানের নাম। সঙ্গে রয়েছে সীতাভোগ, মিহিদানাও। জিভে জল আনা বর্ধমানের পেটেন্ট এই মিষ্টি এখন মুর্শিদাবাদে মিষ্টি প্রেমীদের প্রধান আকর্ষণ। প্রতিদিনই মিষ্টি খেতে দূর-দূরান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন বহু মানুষ।
advertisement
3/5
মুর্শিদাবাদ জেলার কাগ্রামে বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকা দামের মিষ্টি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সালারের কাগ্রামে সাতদিন ব্যাপি জগদ্ধাত্রী পুজোর মেলাতে বিক্রি হয়ে থাকে এই ল্যাংচা মিষ্টি।
মুর্শিদাবাদ জেলার কাগ্রামে বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকা দামের মিষ্টি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সালারের কাগ্রামে সাতদিন ব্যাপি জগদ্ধাত্রী পুজোর মেলাতে বিক্রি হয়ে থাকে এই ল্যাংচা মিষ্টি।
advertisement
4/5
মিষ্টি বিক্রেতারা জানিয়েছেন, একটি মিষ্টি খেলেই পেট ভরে যাবে। কারণ দাম ৫০-১০০ টাকা প্রতি পিস হিসেবে। একটা বা দুটো খেলেই পেট ভরে যাবে বলেই জানাচ্ছেন বিক্রেতারা। যা খেতে ভিড় করছেন ক্রেতারাও।
মিষ্টি বিক্রেতারা জানিয়েছেন, একটি মিষ্টি খেলেই পেট ভরে যাবে। কারণ দাম ৫০-১০০ টাকা প্রতি পিস হিসেবে। একটা বা দুটো খেলেই পেট ভরে যাবে বলেই জানাচ্ছেন বিক্রেতারা। যা খেতে ভিড় করছেন ক্রেতারাও।
advertisement
5/5
ক্রেতাদের মতে, এক সঙ্গে এত মিষ্টি চোখের সামনে পাওয়া ভাগ্যের বিষয়। মেলার বিভিন্ন স্টল থেকেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সবকিছুই উন্নত ও ভাল মানের। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
ক্রেতাদের মতে, এক সঙ্গে এত মিষ্টি চোখের সামনে পাওয়া ভাগ্যের বিষয়। মেলার বিভিন্ন স্টল থেকেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সবকিছুই উন্নত ও ভাল মানের। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
advertisement
advertisement
advertisement