Betel Leaves (Paan) to cause Cancer: বেশি পান খেলে কি মুখে ‘ক্যানসার’ হয়? আর কী কী জটিল রোগ ডেকে আনে সর্বনেশে জর্দাপান ও সুপুরি? জানুন ভয়ঙ্কর ক্ষতি

Last Updated:
Betel Leaves (Paan) to cause Cancer: প্রত্যেক জিনিসের মতো পানপাতারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ রোজ মুঠো মুঠো পান খেলে বাড়বে বিপদ৷
1/8
পান-সুপারি হল বঙ্গজীবনের অঙ্গ৷ বাঙালি বাড়িতে নিত্যদিনের অবসর হোক বা কোনও শুভ অনুষ্ঠান-পান সুপুরিকে খুবই শুভ বলে মনে করা হয়৷
পান-সুপারি হল বঙ্গজীবনের অঙ্গ৷ বাঙালি বাড়িতে নিত্যদিনের অবসর হোক বা কোনও শুভ অনুষ্ঠান-পান সুপুরিকে খুবই শুভ বলে মনে করা হয়৷
advertisement
2/8
পানপাতার উপকারিতার কথা বলে শেষ করা যায় না৷ হজমের সমস্যা দূর করার পাশাপাশি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে পানের রস৷
পানপাতার উপকারিতার কথা বলে শেষ করা যায় না৷ হজমের সমস্যা দূর করার পাশাপাশি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে পানের রস৷
advertisement
3/8
কিন্তু প্রত্যেক জিনিসের মতো পানপাতারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ রোজ মুঠো মুঠো পান খেলে বাড়বে বিপদ৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
কিন্তু প্রত্যেক জিনিসের মতো পানপাতারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ রোজ মুঠো মুঠো পান খেলে বাড়বে বিপদ৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
4/8
বেশি পরিমাণে পান খেলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা হতে পারে।
বেশি পরিমাণে পান খেলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা হতে পারে।
advertisement
5/8
সাধারণ পান উপকারী, তবে তামাক ও চুন মিশিয়ে খেলে শারীরিক ক্ষতি হতে পারে। তামাকের কুপ্রভাবে বাড়ে ওরাল ক্যানসারের আশঙ্কা৷ বেশি পান খেলে দাঁত ও মাড়ির ক্ষতিও হতে পারে৷
সাধারণ পান উপকারী, তবে তামাক ও চুন মিশিয়ে খেলে শারীরিক ক্ষতি হতে পারে। তামাকের কুপ্রভাবে বাড়ে ওরাল ক্যানসারের আশঙ্কা৷ বেশি পান খেলে দাঁত ও মাড়ির ক্ষতিও হতে পারে৷
advertisement
6/8
আপনি যদি ক্রনিক রোগের জন্য ইতিমধ্যেই কোনও ওষুধ গ্রহণ করে থাকেন, তাহলে পান খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
আপনি যদি ক্রনিক রোগের জন্য ইতিমধ্যেই কোনও ওষুধ গ্রহণ করে থাকেন, তাহলে পান খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
7/8
পান বেশি খেলে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা দেখা দেয়৷ অনেকের জিভে স্বাদকোরক ক্ষতিগ্রস্ত হয়৷ আবার মুখগহ্বরে লালাক্ষরণও বেশি হতে পারে৷
পান বেশি খেলে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা দেখা দেয়৷ অনেকের জিভে স্বাদকোরক ক্ষতিগ্রস্ত হয়৷ আবার মুখগহ্বরে লালাক্ষরণও বেশি হতে পারে৷
advertisement
8/8
পান সুপুরি থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকলে পান খাওয়া এড়িয়ে চলতে হবে৷
পান সুপুরি থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকলে পান খাওয়া এড়িয়ে চলতে হবে৷
advertisement
advertisement
advertisement