আউটিংয়ের আরও এক নাম সেলফি, ফোনের আরও এক সেলফি, শপিংয়ের আরও এক নাম সেলফি, গেট-টুগেদারের আরও এক নাম সেলফি, সোশ্যাল মিডিয়ার আরও এক নাম সেলফি ৷ সুতরাং সেলফি ছাড়া জীবনটাই যেন কেমন পানসে ৷ সেলফি তোলার সেরা পাঁচটি অ্যাপসের সুলুক সন্ধান রইল শুধু আপনারই জন্য ৷