City Tour: সস্তার উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন, পরিবার নিয়ে করুন মজা, বাচ্চাদেরও ভাল লাগবে

Last Updated:
Hazarduari Tour: নবাবের শহরে আগত পর্যটকদের কথা মাথায় রেখেই চালু হল ড্রাই পার্ক ও বিনোদন পার্ক সহ একটি রিসর্ট।
1/6
আপনি কি মুর্শিদাবাদ জেলাতে এক দিনের ছুটি কাটাতে যেতে চাইছেন। ঐতিহাসিক দর্শনের পাশাপাশি ভ্রমণ পিপাসুরা ঘুরতে পারবেন বিনোদন পার্কে। (কৌশিক অধিকারী)
আপনি কি মুর্শিদাবাদ জেলাতে এক দিনের ছুটি কাটাতে যেতে চাইছেন। ঐতিহাসিক দর্শনের পাশাপাশি ভ্রমণ পিপাসুরা ঘুরতে পারবেন বিনোদন পার্কে। (কৌশিক অধিকারী)
advertisement
2/6
মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা তথা বাইরে থেকে আগত পর্যটকদের জন্য এবার সুখবর। নবাবের শহরে আগত পর্যটকদের কথা মাথায় রেখেই চালু হল ড্রাই পার্ক ও বিনোদন পার্ক সহ একটি রিসর্ট।
মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা তথা বাইরে থেকে আগত পর্যটকদের জন্য এবার সুখবর। নবাবের শহরে আগত পর্যটকদের কথা মাথায় রেখেই চালু হল ড্রাই পার্ক ও বিনোদন পার্ক সহ একটি রিসর্ট।
advertisement
3/6
হাজারদুয়ারিতে পর্যটকরা এলেই এবার আসতেই হবে water park এ। যদিও এখনও water park চালু না হলেও ড্রাই পার্ক চালু করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখেই। বহরমপুর লালবাগের রাস্তায় নতুনগ্রামের তালগাছি এলাকাতে এই নতুন রির্সোট ও পার্ক পর্যটকদের আকর্ষণ করবে। আছে ট্রয় ট্রেন থেকে বিভিন্ন রকমের বিনোদনের জিনিস। এমনকি মিনি জু আছে এই পার্কে।
হাজারদুয়ারিতে পর্যটকরা এলেই এবার আসতেই হবে water park এ। যদিও এখনও water park চালু না হলেও ড্রাই পার্ক চালু করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখেই। বহরমপুর লালবাগের রাস্তায় নতুনগ্রামের তালগাছি এলাকাতে এই নতুন রির্সোট ও পার্ক পর্যটকদের আকর্ষণ করবে। আছে ট্রয় ট্রেন থেকে বিভিন্ন রকমের বিনোদনের জিনিস। এমনকি মিনি জু আছে এই পার্কে।
advertisement
4/6
জানা যায়, রবিবার বিকেলে নবাবের জেলাতে এই প্রথম উদ্বোধন হল water park এর ড্রাই পার্ক। ছোট শিশুদের খেলার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এছাড়াও আকর্ষণীয় হল সেলফি জোন থেকে টেমপালিন থেকে ইনজেক্টর তৈরি করা হয়েছে। পর্যটকরা ঐতিহাসিক হাজারদুয়ারি সহ নানান দর্শনের সঙ্গে সঙ্গে ছুটির দিনে সপরিবারে আসতেই পারেন এই পার্কে। অনায়াসেই সময় কাটাতে পারবেন পরিবারের সদস্যদের নিয়ে।
জানা যায়, রবিবার বিকেলে নবাবের জেলাতে এই প্রথম উদ্বোধন হল water park এর ড্রাই পার্ক। ছোট শিশুদের খেলার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এছাড়াও আকর্ষণীয় হল সেলফি জোন থেকে টেমপালিন থেকে ইনজেক্টর তৈরি করা হয়েছে। পর্যটকরা ঐতিহাসিক হাজারদুয়ারি সহ নানান দর্শনের সঙ্গে সঙ্গে ছুটির দিনে সপরিবারে আসতেই পারেন এই পার্কে। অনায়াসেই সময় কাটাতে পারবেন পরিবারের সদস্যদের নিয়ে।
advertisement
5/6
রবিবার বিকেলে বনাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুচনা করা হয় এই পার্কের। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় ও লালবাগ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজীৎ ধর সহ বিশিষ্ট ব্যক্তিরা।
রবিবার বিকেলে বনাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুচনা করা হয় এই পার্কের। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় ও লালবাগ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজীৎ ধর সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
6/6
কর্তৃপক্ষ জানিয়েছেন পার্কের মধ্যে শিশুদের জন্য আছে খেলনা ঠিক তেমনই আছে বিনোদনের নানা ধরনের সরঞ্জাম। পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। আগামী আগষ্ট মাসে চালু হবে ওয়াটার পার্ক।
কর্তৃপক্ষ জানিয়েছেন পার্কের মধ্যে শিশুদের জন্য আছে খেলনা ঠিক তেমনই আছে বিনোদনের নানা ধরনের সরঞ্জাম। পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। আগামী আগষ্ট মাসে চালু হবে ওয়াটার পার্ক।
advertisement
advertisement
advertisement