Right Time For Breakfast:শরীর হবে লোহার মতো মজবুত! শুধু জলখাবার খেতে হবে 'ঠিক সময়ে'! জানুন সেরা ফর্মুলা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Right Time For Breakfast: সময় মতো ব্রেকফাস্ট করার অভ্যাসই আসলে আপনাকে সারা বছর সুস্থ রাখে! জানেন কি? সময়ে জলখাবার না খেলে বাড়বে ওজন, কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
advertisement
advertisement
ঠিক কোন সময় জলখাবার খাওয়া উচিত?খুব বেশি ক্ষণ খালি পেটে থাকার অভ্যাস আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া ডায়াবেটিকদের জন্যেও এই অভ্যাস ভাল নয়। এর কারণে ইনসুলিন ক্ষরণের মাত্রা আরও কমে যায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ঘড়ি ধরে জলখাবার খেলে শরীর সুস্থ থাকবে। সময় মতো জলখাবার খেলে আয়ুও বাড়বে, দাবি গবেষণায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, খুব বেশি ক্যালোরি উৎপন্ন হয়, এমন খাবারদাবার প্রাতরাশে না রাখাটাই ভাল, জানাচ্ছেন পুষ্টিবিদেরা। জলখাবারে চিনির পরিমাণও যতটা সম্ভব কম রাখা যায়, ততই ভাল। খুব বেশি চিনি থাকলে স্বাস্থ্যকর খাবারদাবারও হয়ে পড়ে অস্বাস্থ্যকর। সকালে প্যানকেক বা পেস্ট্রির মতো কিছু খাবার না খাওয়াই ভাল। খুব বেশি পরিমাণে ‘হেল্থ ড্রিঙ্ক’ খাওয়াও উচিত নয় বলে মত পুষ্টিবিদদের। তাঁরা বলছেন, এই ধরনের পানীয়ই আমাদের শরীরে ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে কোন খাবার এড়িয়ে চলবেন?১) অতিরিক্ত চিনি-সহ খাবার ২) গ্র্যানোলা ৩) প্রক্রিয়াজাত খাবার ৪) বেক করা ময়দার খাবার ৫) প্রোটিন বার
advertisement