Winter Health Tips: শীতকালে গরম জলে নাকি ঠান্ডা জল খেলে সুস্থ থাকবে শরীর? জানালেন চিকিৎসক
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Winter Health Tips: শীতকালে অনেকেই ঠান্ডার বদলে গরম জল বেছে নেয়। কিন্তু গরম জল খাওয়া কি সত্যিই ভাল শরীরের পক্ষে? জানলে অবাক হবেন
advertisement
advertisement
advertisement
 অন্যদিকে ঠান্ডা জল পান করলে পাকস্থলীর রক্তনালীগুলি সংকুচিত হতে পারে যা হজমের সমস্যা হতে পারে । এছাড়াও অত্যধিক ঠান্ডা জল মাথা ব্যাথা বা গলা ব্যথা হতে পারে । অনেকে ঠান্ডা জল পান করতে পছন্দ করেন, কারণ এটি তাত্ক্ষণিক রিফ্রেসার হিসাবে কাজ করে ৷ বিশেষ করে গরম আবহাওয়ায় । এছাড়াও ঠান্ডা জল শরীরকে দ্রুত ঠান্ডা করে ।
advertisement
 তবে হালকা গরম জল পানেরও অনেক উপকারিতা রয়েছে । উদাহরণস্বরূপ সকালে হালকা গরম জল পান করা আপনার হজম এবং বিপাককে বাড়িয়ে তুলতে পারে ৷ গরম জলও গলা ব্যথায় উপশম দেয় বা নাক বন্ধ হয়ে যাওয়া দূর করে । তবে মনে রাখবেন যে জল খুব ঠান্ডা বা খুব গরম নয়, অন্যথায় এটি হজমের সমস্যা তৈরি করতে পারে । (তথ্য - পিয়া গুপ্তা) 

